ডোমকল: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার দাবিতে অনশনে বসেছেন চিকিৎসকরা। এর মাঝেই চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালালেন ওই মহিলার আত্মীয়রা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে (Domkal hospital)। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতালে। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃত মহিলার বাবাকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন: RG Kar News: 'একটা বছর কি পুজোর সময় না নাচলে-ঘুরলে হতো না ?' প্রশ্ন চিকিৎসকের; ধর্মতলায় তুমুল উত্তেজনা 


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ইসলামপুর থানার বাবলাবোনা এলাকার বাসিন্দা ১৮ বছরের সাবানা বিবি গর্ভ যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন মুর্শিদাবাদ ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। মঙ্গলবার ভোরে একটি সন্তানের জন্ম দেন সাবানা বিবি। কিন্তু, তারপর থেকেই আচমকা সাবানা বিবির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে অভিযোগ তাঁর পরিবারের। সঙ্গে সঙ্গে ওই মহিলার পরিবারের সদস্যরা চিকিৎসককে খবর দিলেও তিনি সময়মতো প্রসূতির চিকিৎসা করেননি বলে দাবি। কিছুক্ষণের মধ্যে মৃত্যুর হয় সাবানা বিবির। 


আরও পড়ুন: RG Kar Case: ফরেন্সিক পরীক্ষায় মিলে গিয়েছে সঞ্জয়ের লালারস এবং দেহরস, চার্জশিটে দাবি করল CBI!


এরপরেই উত্তেজিত হয়ে ওঠেন মৃত মহিলার বাবা ও তাঁর আত্মীয়রা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসপাতালের টেবিলে ভাঙচুর করে বলে অভিযোগ। তাঁকে আটকাতে না পেরে সেই সময়ে হাসপাতালে কর্তব্যরত কর্মীরা সবাই মিলে মৃত সাবানা বিবির বাবাকে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে মৃতার বাবাকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিষয়টিকে কেন্দ্র করে হাসপাতালে চত্বরে এখনও চাপা উত্তেজনা রয়েছে বলে জানা গেছে।


রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার দাবিতে যখন আন্দোলন চলছে তখন ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনা ফের তাঁদের নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG Kar Case: ফরেন্সিক পরীক্ষায় মিলে গিয়েছে সঞ্জয়ের লালারস এবং দেহরস, চার্জশিটে দাবি করল CBI!