Indian Railways: এই ভুল করলেই প্রিমিয়াম ট্রেনে খাবারের খরচ বাড়বে আরও। সকালের জলখাবার থেকে দুপুরের খাবার, এমনকী রাতের জন্য দিতে হবে অতিরিক্ত চার্জ। নতুন এই ক্যাটারিং চার্জগুলি শতাব্দী , রাজধানী, বন্দে ভারত, তেজস ও দুরন্ত এক্সপ্রেস-সহ সব প্রিমিয়াম ট্রেনগুলির ক্ষেত্রে প্রযোজ্য।
IRCTC Charges: কী কারণে কত টাকা অতিরিক্ত চার্জ ?
সম্প্রতি প্রিমিয়াম ট্রেনে খাবারের চার্জ নিয়ে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনকে (IRCTC সতর্ক করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ট্রেনে টিকিট বুকিংয়ের সময় খাবারের অপশন বেছে নেননি তাদের থেকে ৫০ অতিরিক্ত চার্জ নেওয়া হবে। তবে চা ও কফির ওপর এই পরিষেবা চার্জ নিতে পারবে না IRCTC।
Indian Railways: রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসের জন্য (1A বা EC ক্লাস)
যাত্রীদের প্রাতঃরাশ ও সন্ধ্যের জলখাবার জন্য ১৪০-এর পরিবর্তে ১৯০ টাকা দিতে হবে। যদি টিকিট বুকিংয়ের সময় খাবার বেছে না নেওয়া হয় তবেই দিতে হবে এই চার্জ। লাঞ্চ ও ডিনারের জন্য যাত্রীদের ২৪০ এর পরিবর্তে ২৯০ টাকা খরচ করতে হবে।
IRCTC Charges: রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেস (2AC/3A/CC)2AC/3A/CC তে যাত্রীদের সকালের জলখাবারের জন্য ১০৫ এর পরিবর্তে ১৫৫ টাকা দিতে হবে।সন্ধ্যার খাবারের জন্য ৯০-এর পরিবর্তে লাগবে ১৪০ টাকা। এ ছাড়াও লাঞ্চ ও ডিনারের জন্য ১৮৫-র পরিবর্তে ২৩৫ টাকা দিতে হবে।
IRCTC New Rates: বন্দে ভারত এক্সপ্রেসে সকালের জলখাবার, দুপুরের খাবার, রাতের খাবারের দাম
বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণকারীদের সকালের জলখাবারের জন্য ১৫৫-র পরিবর্তে ২০৫ টাকা দিতে হবে। একই সঙ্গে সন্ধ্যার খাবারের জন্য ১৫৫-র পরিবর্তে লাগবে ১৫৫ টাকা। লাঞ্চ ও ডিনারের জন্য ২৪৪-এর পরিবর্তে দিতে হবে ২৯৪ টাকা।
EPFO New Update: ইপিএফ-এ পেতে পারেন আরও বেশি সুদ, শীঘ্রই বড় সিদ্ধান্ত !