Life Insurance: এবার থেকে জীবনবিমা নিলে তাঁর সঙ্গে জুড়ে থাকবে ঋণ গ্রহণের সুবিধাও। সম্প্রতি বুধবার বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI জানিয়েছে যে, এবার থেকে সমস্ত ধরনের জীবনবিমা সঞ্চয় প্রকল্পের সঙ্গে একটি পলিসি লোনের (Loan Against Life Insurance) সুবিধা জুড়ে দিতে হবে যাতে পলিসিহোল্ডারদের প্রয়োজনের সময় নগদ টাকা ধার নিতে পারে বিমার বিনিময়ে।


সমস্ত ধরনের জীবনবিমার বিষয়ে একটি মাস্টার সার্কুলার জারি করে ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে, পলিসিহোল্ডারদের (Loan Against Life Insurance) সমস্ত শর্তাবলী পর্যালোচনা করার অনুমতি দিয়ে ফ্রি লুক পিরিয়ড ১৫ দিন থেকে বাড়িয়ে করা হল ৩০ দিন। আর IRDAI-এর সর্বশেষ মাস্টার সার্কুলার সাধারণ জীবনবিমার জন্যেও একই নীতি অনুসরণ করে।


IRDAI বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, পলিসিহোল্ডারদের (Loan Against Life Insurance) কথা মাথায় রেখে এই প্রথম কোনও বড় পদক্ষেপ করতে চলেছে বিমা নিয়ন্ত্রক সংস্থা। একটা অনুকূল পরিবেশ পেলে তবেই সমস্ত গ্রাহক সন্তুষ্ট হবেন। তাদের অভিজ্ঞতাও সুষ্ঠু সুন্দর হবে। মাস্টার সার্কুলারে বলা হয়েছে যে, পেনশন প্রোডাক্টের ক্ষেত্রে সন্তানের উচ্চশিক্ষা, বিয়ে, বাড়ি কেনা বা বাড়ি তৈরি, চিকিৎসা খরচ ইত্যাদি প্রয়োজন উপস্থিত হলে পলিসিহোল্ডাররা টাকা তুলতে পারেন তাদের বিমা সংস্থার কাছ থেকে।


পলিসি বাতিল করার ক্ষেত্রে সারেন্ডারিং পলিসিহোল্ডার এবং বর্তমান পলিসিহোল্ডার উভয়কেই যুক্তিগ্রাহ্যতা এবং আর্থিক নিশ্চয়তার দিকটি ভেবে দেখতে হবে। পলিসিহোল্ডারের অভিযোগ জানানোর জন্য যাতে ব্যবস্থাপনা ভাল থাকে, সেই জন্য উন্নত ও দক্ষ ব্যবস্থা থাকা উচিত। একইসঙ্গে IRDAI জানিয়েছে যে, যদি কেউ অভিযোগ করে যে বিমা সংস্থাকে জানানো সত্ত্বেও টাকা মেলেনি, ঋণ মেলেনি, তাহলে যদি দেখা যায় ৩  দিনের মধ্যে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, সেক্ষেত্রে দিনপিছু ৫০০০ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে অভিযোগকারীকে।


মাস্টার প্ল্যানে এও বলা হয়েছে যে, কোনও সাধারণ বিমা (Loan Against Life Insurance) সংস্থা নথি না থাকার জন্য বিমার টাকা দাবি অস্বীকার বা প্রত্যাহার করতে পারবে না। কোনও পলিসি করানোর সময়েই তাঁর থেকে প্রয়োজনীয় নথি চেয়ে নিতে হবে, টাকা দাবি করার সময় কেবল ক্লেম সেটলমেন্টের জন্য উপযুক্ত তথ্য জমা দিতে হবে গ্রাহককে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Sunny Leone: সানি লিওনিকে অনুষ্ঠানের অনুমতি দিল না এই বিশ্ববিদ্যালয়, কেন ?