কলকাতা: আগামী ৫ জুলাই তিরুবনন্তপুরমের ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী মডেল সানি লিওনি (Sunny Leone)। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে কেরালা বিশ্ববিদ্যালয়ের (Kerala University) উপাচার্য সেই অনুষ্ঠানের জন্য সানি লিওনিকে অনুমতি দিতে অস্বীকার করেছেন।


কেরালা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহানান কুন্নুম্মল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন যে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে কখনই অনুষ্ঠানের তালিকায় সানি লিওনির (Sunny Leone) শো রাখা যাবে না। গত বছর নভেম্বর মাসে কেরালার এর্নাকুলাম জেলায় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একটি কনসার্টে পদপিষ্ট হয়ে ৬০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী আহত হয়েছিলেন গুরুতরভাবে এবং ৪ জনের মৃত্যু হয় তাতে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জোর দিয়ে বলেন যে, কলেজ ইউনিয়ন কোনওভাবেই ক্যাম্পাসের ভিতরে বা বাইরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, কলেজ ইউনিয়নও এর আগে উপাচার্যের কাছ থেকে অনুষ্ঠানের অনুমতি নিতে ব্যর্থ হয়েছিল।


কোচিনের এই ঘটনার পর থেকেই কেরালায় সরকারিভাবে বাইরে থেকে শিল্পী নিয়ে এসে ডিজে পার্টি, মিউজিক নাইট ইত্যাদি আয়োজন করা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। সেবারে কোচিন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন নিকিতা গান্ধী। ক্যাম্পাসের একটি ওপেন এয়ার অডিটোরিয়ামে হয়েছিল সেই অনুষ্ঠান। সূত্রের মাধ্যমে জানা যায়, যাদের কাছে অনুষ্ঠানের পাস ছিল, তাদেরকেও ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল সেই সময়। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হঠাৎ করেই বৃষ্টি চলে এলে। বাইরে অপেক্ষারত সকলেই বাধা না মেলে অডিটোরিয়ামের ভিতরে ঢোকার চেষ্টা করে আর তখনই পদপিষ্ট হয়ে মারা যান ৪ জন।


ইতিমধ্যে সানি লিওনি সম্প্রতি একটি মালয়ালম ছবির জন্য শ্যুটিং শুরু করেছেন। এটাই মালয়ালম ছবিতে তাঁর ডেবিউ হবে। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ছবির শ্যুটিং শুরুর শুভ মহরতের ছবিও শেয়ার করেছিলেন সানি লিওনি। সেই ছবিতে দেখা যায় একটা অজানা জায়গায় অজানা নামের সেই মালয়ালম ছবির শুভ মহরতে পুজো করছেন সানি লিওনি। 'কোটেশন গ্যাং' নামের একটি ছবিতে সানি লিওনি সম্প্রতি অভিনয় করছেন বলে জানা গিয়েছে।


বলিউডি চলচ্চিত্র দুনিয়ায় এর আগে 'জিসম ২', 'জ্যাকপট', 'শুটআউট অ্যাট ওয়াডালা', 'রাগিনী এমএমএস ২' ইত্যাদি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি গত বছর অনুরাগ কাশ্যপের পরিচালনায় 'কেনেডি' ছবিতে রাহুল ভট্ট এবং অভিলাষ থাপলিয়ালের বিপরীতে তাঁকে অভিনয় করতে দেখা যায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Maharaj Film Controversy: মুক্তির আগেই 'নিষিদ্ধ' করার দাবি উঠল আমির-পুত্রের ডেবিউ ছবি 'মহারাজ'