Stock Market: আজ বৃহস্পতিবারের ট্রেডিং সেশনে রিনিউয়েবল এনার্জি সেক্টরের একটি এনবিএফসি সংস্থার স্টকের দাম হু হু করে বাড়ছে। এই সংস্থার নাম IREDA। জানা গিয়েছে আগামী ২৯ অগাস্টের বোর্ড মিটিংয়ে এই সংস্থা (IREDA Share Price) বাজার থেকে আরও ৪৫০০ কোটি টাকা তোলার দাবি জানাবে এবং সেই মত এফপিও আনার প্রস্তাব পেশ করবে সেবির (Stock Market) কাছে। আর এই খবর পেতেই স্টকের দাম বাড়ছে হু হু করে। আজকের সেশনেই একধাক্কায় ১১.৫৪ শতাংশ বেড়ে IREDA-র শেয়ারের দাম এখন ২৬৫.৭০ টাকায় ট্রেড করছে।


IREDA-র স্টকের দাম বেড়েছে


বৃহস্পতিবার বাজার খুলতেই ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড সংক্ষেপে IREDA-র স্টকের দাম ২৪৬ টাকায় খোলে এবং ১১ শতাংশ বেড়ে স্টকের দাম পৌঁছায় ২৬৩.১০ টাকায়। এখন বাজারে এই স্টক ২৬৩.১০ টাকায় ট্রেড করছে। গতকালের বন্ধের দামের থেকেও আজ ১০.১১ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। IREDA সংস্থার বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৭০,৭০১ কোটি টাকা। যদিও এই স্টকের সর্বকালীন উচ্চতা ৩১০ টাকা থেকে অনেকটাই কমে এসেছে এই স্টকের দাম।


৯ মাসে বেড়েছে ৮ গুণ


২০২৩ সালের নভেম্বর মাসে এই পাবলিক সেক্টর এনবিএফসি সংস্থার আইপিও বাজারে আসে। ৩২ টাকা দামের ইস্যু প্রাইসে বাজার থেকে মোট ২১৫০ কোটি টাকা তুলেছিল এই সংস্থা। আর স্টক এক্সচেঞ্জে এই সংস্থার শেয়ার তালিকাভুক্ত হয় ৫০ টাকায়। তারপর থেকেই হু হু করে দাম বেড়েছে এই শেয়ারের। বিগত ৯ মাসে আইপিওর দাম ধরলে সেখান থেকে আজ পর্যন্ত ৮ গুণ দাম বেড়েছে IREDA সংস্থার। ২০২৪ সালে এই স্টক একটি অন্যতম বড় মাল্টিব্যাগার ছিল। এখন আবার নতুন করে এই স্টকের দাম বাড়তে শুরু করেছে। বিনিয়োগকারীরা অনেকেই বলছেন আবার এই স্টকে র‍্যালি দেখা যাবে।


২৯ অগাস্ট হবে বোর্ড মিটিং


বুধবার বাজার বন্ধের সময় বাজার নিয়ন্ত্রক সেবির কাছে IREDA জানিয়েছে আগামী ২৯ অগাস্ট তাদের সংস্থার একটি বোর্ড মিটিং আয়োজিত হবে। সেই মিটিংয়ে আলোচনা হবে বাজার থেকে আরও ৪৫০০ কোটি টাকা তুলতে চায় এই সংস্থা এবং সেই জন্য এফপিওর মাধ্যমে ৪৫০০ কোটি টাকার শেয়ার ফের ইস্যু করতে চলেছে IREDA।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



আরও পড়ুন: Share Market Opening: বাজার খুলতেই ৮১ হাজার পেরোল সেনসেক্স, দাম বাড়ছে এই স্টকগুলির