Income Tax: ইনকাম ট্যাক্স ফাইল করার হাতে রয়েছে আর তিনদিন।আপনি যদি 31 জুলাই আইটিআর সময়সীমা মিস করেন, তবে রয়েছে ভোগান্তি। জরিমানার পাশাপাশি আপনাকে আরও বেশি টাকা গুনতে হবে।


নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইটিআর ফাইল না করার ফল


1. সময়ে আইটিআর জমা না করলে আয়কর আইন 1961 এর ধারা 234F অনুযায়ী জরিমানা আরোপ করা হবে। 5 লক্ষ টাকার বেশি আয়ের জন্য, জরিমানা 5,000 টাকা। আগে এটি ছিল 10,000 টাকা। যাদের আয় 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে, তাদের জরিমানা 1000 টাকা। তবে, মোট আয় 2.5 লাখ টাকার নিচে হলে কোনও জরিমানা দিতে হবে না।


2. কোনও করের দায়বদ্ধতার ক্ষেত্রে, ITR দাখিল করা এবং কর পরিশোধ না করা পর্যন্ত নির্ধারিত তারিখের পরে প্রতি মাসে 1 শতাংশ সুদ ধার্য করা হবে। আয়কর আইন 1961 এর ধারা 234A এর অধীনে এই সুদ বাধ্যতামূলকভাবে দিতে হবে।


3. নির্ধারিত তারিখের মধ্যে ITR দাখিল না করা হলে করদাতা চলতি বছরের জন্য কোনও ক্ষতি পরবর্তী বছরে দেখাতে পারবেন না। 


4. নির্ধারিত তারিখের পরে আইটিআর ফাইল করলে রিটার্ন পেতে দেরি হতে পারে। 


5. এই ক্ষেত্রে ITR সংশোধন করার জন্য কম সময় পাওয়া যাবে। 


শুক্রবার LocalCircles এর একটি সমীক্ষা অনুসারে, 14 শতাংশেরও বেশি ব্যক্তিগত আয়করদাতা স্বীকার করেছেন যে তারা 31 জুলাইয়ের সময়সীমা পূরণ করতে পারবেন না। মোট 12,000 উত্তরদাতার মধ্যে এই সমীক্ষা করা হয়েছে। 27 শতাংশ স্বীকার করেছে, তারা এখনও তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারেননি। যদিও 10 জনের মধ্যে 7 জন ইতিমধ্ইযে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন, উত্তরদাতাদের পাঁচ শতাংশ জানিয়েছেন, তারা চেষ্টা করলেও রিটার্ন ফাইল করতে অসুবিধা হয়েছে। তারা 31 জুলাইয়ের মধ্যে আবার ফাইল করার চেষ্টা করবেন।


৩১ জুলাইয়ের মধ্য়ে আয়কর রিটার্ন দাখিল না করলে দিতে হবে জরিমানা। সেই ক্ষেত্রে সবার সবান জরিমানা করবে না সরকার। জানেন, কীসের ভিত্তিতে কত টাকা জরিমানা করে আয়কর বিভাগ। 


আপনি যদি জরিমানা এড়াতে চান তবে ৩১ জুলাই ২০২৩-এর মধ্যে আইটিআর ফাইল করুন। মনে রাখবেন, অনেক সময় যখন শেষ মুহূর্তে আইটিআর ফাইল করতে গেলে ওয়েবসাইটেও সমস্যা হয়। যে কারণে করদাতাদের সমস্যায় পড়তে হয়। সেই ক্ষেত্রে সময়সীমা পেরিয়ে গেলে ১ অগাস্ট২০২৩-এ ITR ফাইল করার জন্য আপনার আয়ের উপর ১০০০ থেকে ৫০০০ টাকা জরিমানা হতে পারে।


আরও পড়ুন ITR Deadline 2023: ইনকাম ট্যাক্স রিটার্নের সময়সীমা বাড়াবে না সরকার ? আয়কর বিভাগ করল ট্যুইট