5G Network: ভারতে ৫জি নেটওয়ার্ক (5G Network) চালু করার জন্য প্রস্তুত রয়েছে দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলি। ৫জি পরিষেবা দিতে তৈরি হয়েছে ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল, রিলায়েন্স জিও সংস্থা। শোনা যাচ্ছে, আগামী ২৯ অগস্ট ভারতে লঞ্চ হতে পারে জিও- র ৫জি (Jio 5G) পরিষেবা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং বা AGM অনুষ্ঠিত হবে আগামী ২৯ অগস্ট। সেখানেই জিওর ৫জি পরিষেবা (Jio 5G Network) এবং জিওফোন ৫জি লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও রিলায়েন্সের তরফে এখনও এই প্রসঙ্গে কিছু ঘোষণা করা হয়নি।
৫জি পরিষেবা নিয়ে বেশ অনেকদিন ধরেই কাজ করছে রিলায়েন্স জিও সংস্থা। শোনা গিয়েছে, খুব তাড়াতাড়িই ভারতে ৫জি পরিষেবা চালু করতে চলেছে তারা। প্রাথমিক পর্যায়ে মোট ১৩টি শহরে ৫জি পরিষেবা চালু করতে জিও। সেই তালিকায় রয়েছে- দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড়, হায়দরাবাদ, আহমেদাবাদ, গাঁধীনগর, গুরুগ্রাম, মুম্বই, পুণে, চেন্নাই, জামনগর, কলকাতা এবং লখনউ।
জিওফোন ৫জি
২৯ অগস্টে AGM- এ রিলায়েন্স জিও তাদের ৫জি স্মার্টফোনও লঞ্চ করতে পারে বলে শোনা গিয়েছে। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির HD+ IPS LCD স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি প্রসেসর থাকতে পারে জিওর ৫জি ফোনে। তার সঙ্গে ৪ জিবি র্যাম ও ৩২ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ যুক্ত থাকতে পারে। PragatiOS সফটওয়্যারের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। একাধিক জিও অ্যাপ থাকতে চলেছে আসন্ন ফোনে। এছাড়াও থাকতে পারে গুগল প্লে সার্ভিস। ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারিও থাকতে পারে জিওর ৫জি ফোনে। এর সঙ্গে থাকতে পারে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তাইপ-সি ইউএসবি চার্জিং পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব হবে। ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর থাকতে পারে জিও ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে। এছাড়াও জিও ৫জি ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর, অলওয়েজ অন গুগল অ্যাসিসট্যান্ট, read-aloud text, গুগল লেন্স, গুগল ট্রান্সলেট ফিচারের সাপোর্ট থাকতে পারে জিও ৫জি ফোনে। ১০ হাজার টাকার মধ্যে জিও ৫জি ফোনের দাম হতে পারে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন- প্রতীক্ষার অবসান, লঞ্চ হতে চলেছে আইফোন ১৪ সিরিজ, কবে?