Apple Launch Event: অবশেষে অ্যাপেল কর্তৃপক্ষ তাদের লঞ্চ ইভেন্টের দিনক্ষণ ঘোষণা করেছে। ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'Far Out'। অনুমান, দীর্ঘ প্রতীক্ষিত আইফোন ১৪ সিরিজ এই ইভেন্টেই লঞ্চ করবে অ্যাপেল সংস্থা। এর সঙ্গে নতুন অ্যাপেল ওয়াচ এবং আইপ্যাড লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। অন্যদিকে জানা গিয়েছে ইতিমধ্যেই ৭ সেপ্টেম্বরের ইভেন্টের জন্য 'Media Invities' পাঠানো শুরু করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল যে, ১৩ সেপ্টেম্বর হয়তো অ্যাপেলের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। তবে দিনক্ষণ এগিয়ে এসেছে। এখন শোনা যাচ্ছে, ৭ সেপ্টেম্বর অ্যাপেলের নতুন লঞ্চ ইভেন্ট Far Out অনুষ্ঠিত হতে চলেছে। আইওএস ১৬ এবং ওয়াচওএস ৯- এই দুই অপারেটিং সিস্টেম লঞ্চের সম্ভাবনা রয়েছে এই ইভেন্টে। ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে রয়েছে অ্যাপেল পার্ক। সেখানে স্টিভ জোবস থিয়েটারে অ্যাপেলের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে থেকেও এই ইভেন্টের লাইভ স্ট্রিম হবে। ৭ সেপ্টেম্বর রাত ১০টা ৩০মিনিটে এই ইভেন্ট দেখতে পাবেন ভারতের বাসিন্দারা। 


কী কী লঞ্চ হতে পারে অ্যাপেলের এই ইভেন্টে 


আইফোন ১৪ সিরিজ


আইফোন ১৪ সিরিজে লঞ্চ হতে পারে চারটি ফোন। সেই তালিকায় রয়েছে আইফোন ১৪, আইফোন ১৪ মিনি, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই চারটি ফোন। প্রো মডেলগুলিতে থাকতে পারে অ্যাপেলের নিজস্ব A16 Bionic চিপ। এছাড়াও অ্যাপেলের আইফোন ১৪ সিরিজে iOS 16 অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকতে পারে। 


অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ এবং ওয়াচ প্রো


আইফোন ১৪ সিরিজের সঙ্গে অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ লঞ্চের সম্ভাবনা রয়েছে। একাধিক হেলথ ফিচার থাকতে পারে এই নতুন অ্যাপেল ওয়াচে। নতুন ডিজাইনে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এই অ্যাপেল ওয়াচের। অ্যাপেল ওয়াচ ৭- এর মতোই সেনসর থাকার সম্ভাবনা রয়েছে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজে। এর পাশাপাশি একটি অ্যাপেল ওয়াচ প্রো লঞ্চ হওয়ার কথাও শোনা যাচ্ছে অ্যাপেলের লঞ্চ ইভেন্টে। বড় আকারের ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। বর্তমানে যা সাইজ রয়েছে তার থেকে ৭ শতাংশ বড় হতে পারে এই নতুন ওয়াচ প্রো- এর ডিসপ্লে সাইজ।


এয়ারপডস প্রো ২


অ্যাপেলের আসন্ন লঞ্চ ইভেন্টে নেক্সট জেনারেশন এয়ারপডস লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। অ্যাপেল এয়ারপডস ২ লঞ্চ হতে পারে অ্যাপেলের আসন্ন ইভেন্টে। ফার্স্ট জেনারেশন এয়ারপডসের সঙ্গে অনেক মিল থাকতে পারে এয়ারপডস প্রো ২- এর। তবে নতুন ডিভাইসে থাকবে আপগ্রেডেড এবং আপডেটেড চিপসেট। থাকবে উন্নত ও আধুনিক অডিও কোয়ালিটিও। তবে ২০১৯ সালে লঞ্চ হওয়া এয়ারপডসের ডিজাইন আর নতুন লঞ্চ হতে চলা এয়ারপডসের ডিজাইন একই থাকবে নাকি আলাদা হবে তা জানা যায়নি।  


আরও পড়ুন- ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা, ৫০০০ এমএএইচের ব্যাটারি নিয়ে ভারতে আসছে রেডমির নতুন