Jio Recharge Plan: জিও সংস্থা ইউজারদের জন্য এনেছে চারটি সস্তার প্ল্যান (Jio Prepaid Recharge Plans)। ৩০০ টাকার কমেই রয়েছে এই প্ল্যানগুলি। আর এই সমস্ত প্রিপেড রিচার্জ প্ল্যানে ইউজাররা পাবেন একগুচ্ছ সুবিধা (Jio Recharge Plans)। চলুন দেখে নেওয়া যাক জিও- র চারটি সস্তার প্ল্যানে কী কী সুবিধা পাবেন আপনি। জুলাই মাসের শুরু থেকে সমস্ত প্রিপেড এবং পোস্টপেড রিচার্জ প্ল্যানের ট্যারিফ বাড়িয়েছে রিলায়েন্স ইনফোকম। জিও- র প্রায় সব প্ল্যানেরই খরচ বৃদ্ধি পেয়েছে। এবার দেখে নেওয়া যাক ৩০০ টাকার কম দামের চারটি প্রিপেড রিচার্জ প্ল্যানের খুঁটিনাটি।
১৯৯ টাকার প্ল্যান
জিও- র এই প্ল্যানের মেয়াদ ১৮ দিন। ইউজাররা প্রতিদিন পাবেন ১.৫ জিবি ডেটা। অর্থাৎ ১৮ দিনে মোট ২৭ জিবি ডেটা পাবেন ইউজাররা। এছাড়াও জিও- র ১৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে ইউজাররা পাবেন আনলিমিটেড ভয়েস কলের পরিষেবা। এর সঙ্গে থাকবে প্রতিদিন ১০০ ফ্রি মেসেজের সুবিধা। আর পাওয়া যাবে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন।
২০৯ টাকার প্ল্যান
জিও- র এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ২২ দিন। প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন ইউজাররা। অর্থাৎ ২২ দিনে মোট ২২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এছাড়াও জিও- র এই প্ল্যানে ইউজাররা পাবেন আনলিমিটেড ভয়েস কল, ১০০ ফ্রি এসএমএসের পরিষেবা। এর সঙ্গে থাকছে জিও-র এন্টারটেনমেন্ট সার্ভিসের সুযোগ-সুবিধা। জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিশন পাবেন গ্রাহকরা।
২৪৯ টাকার প্ল্যান
জিও- র এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যাবে এই প্ল্যানে। অর্থাৎ মোট ২৮ জিবি ডেটা পাওয়া যাবে ২৮ দিনে। এর পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল, ১০০ ফ্রি এসএমএস পাবেন গ্রাহকরা। জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড- এর সাবস্ক্রিপশনও পাবেন ইউজাররা।
২৯৯ টাকার প্ল্যান
জিও- র এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন ইউজাররা। মোট ৪২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এছাড়াও থাকছে আনলিমিটেড ভয়েস কল, ১০০ ফ্রি এসএমএসের সুবিধা। উল্লিখিত প্ল্যানগুলিতে যেসমস্ত জিও এন্টারটেনমেন্টের সার্ভিসের কথা বলা হয়েছে, সেগুলিও পাওয়া যাবে এই প্ল্যানে।
আরও পড়ুন- কবে শুরু হচ্ছে অ্যামাজনের গ্রেট ফ্রিডম সেল? কোন কোন ফোনে ছাড় থাকবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।