Layoff News: দেশের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কে এবার বড়সড় ছাঁটাই হতে চলেছে। সংবাদসূত্রে জানা গিয়েছে বেছে বেছে উর্ধ্বতন কর্মীদের বরখাস্ত করা হবে। পারফরম্যান্সের ভিত্তিতেই করা হবে এই ছাঁটাই। ইতিমধ্যেই এই ব্যাঙ্কের পক্ষ থেকে বহু কর্মীকে (Axis Bank Layoffs) চাকরি ছাড়তে বলা হয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্কে চলছে বিপুল কর্মী ছাঁটাই প্রক্রিয়া। সঙ্কটে কর্মীরা। এই কর্মী ছাঁটাইকে সংস্থার নিয়মিত মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবেই (Layoff News) ব্যাখ্যা করেছেন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর যেখানে কর্মীদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে পুরস্কার, পদোন্নতি কিংবা ছাঁটাই করা হয়।
১০০ জনেরও বেশি কর্মী ছাঁটাই হবে
প্রতিবেদন অনুসারে অ্যাক্সিস ব্যাঙ্ক জানিয়েছে এই ব্যাঙ্ক তাদের ১০০ জনেরও বেশি উর্ধ্বতন কর্মীকে বরখাস্ত করবে, তাদের ইতিমধ্যেই চাকরি ছেড়ে দিতে বলা হয়েছে। এই ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ চৌধুরী বলেছেন, 'প্রতিটি প্রতিষ্ঠানের মত আমরাও আর্থিক বছরের শেষে একটি মূল্যায়ন করব'। ২৪ এপ্রিল ব্যাঙ্কের মার্চ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করার সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'অনেক কর্মীকে পুরস্কৃত করা হয়েছে এবং অনেককেই পদোন্নতি দেওয়া হয়েছে। কর্মক্ষমতার দিক থেকে কেউ কেউ আবার পিছিয়ে রয়েছেন।'
এই কারণে সকলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ
অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ চৌধুরী এও বলেন, 'ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কিছু কিছু ব্যবসা সমৃদ্ধ হয়েছে, আবার কিছু ব্যবসা চাপের মুখে পড়েছে। ব্যাঙ্ক কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করে চলেছে। আর তাই প্রতিটি ক্ষেত্রের কর্মক্ষমতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ভিত্তিতে কর্মী ছাঁটাইও অনেক বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে। এটি আমাদের বার্ষিক চক্রের একটি নিয়মিত অংশ'।
চতুর্থ ত্রৈমাসিকে ব্যাঙ্কের মুনাফা কমেছে
২০২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্কের মুনাফায় এসেছে পতন। এই ত্রৈমাসিকে গত অর্থবর্ষে যেখানে এই ব্যাঙ্কের মুনাফা হয়েছিল ৭১৩০ কোটি টাকা, সেখানে এই বছরে মুনাফা এসেছে ৭১১৭ কোটি টাকা। অন্যদিকে ব্যাঙ্কের সুদ থেকে আয় বেড়েছে মাত্র ৬ শতাংশ। ২০২৪ অর্থবর্ষে এই আয় ছিল ১৩,০৮৯ কোটি টাকা, আর ২০২৫ অর্থবর্ষে এই আয় দাঁড়িয়েছে ১৩,৮১১ কোটি টাকায়।
আমাজন ইন্ডিয়াতেও কর্মী ছাঁটাই হবে
ই-কমার্স জায়ান্ট আমাজনে বিপুল কর্মী ছাঁটাই হতে চলেছে এই বছরেই। এর আগেও আমাজনের কমিউনিকেশন এবং সাসটেনিবিলিটি ইউনিট থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। ২০২৫ সাল শেষ হওয়ার আগেই ১৪ হাজার ম্যানেজারের চাকরি চলে যাবে এই ই-কমার্স সংস্থায় যা মোট কর্মীসংখ্যার ৭ শতাংশ।