দিল্লি : অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় বিনিয়োগ ঘোষণার পর ব্যবসায়িক স্তরে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ সজ্জন জিন্দাল নেতৃত্বাধীন JSW-গ্রুপের। সংবাদমাধ্যমে প্রকাশ, এবার গাড়ি প্রস্তুতকারক MG মোটর ইন্ডিয়ার ৪৫ থেকে ৪৮ শতাংশ মালিকানা শেয়ার নিতে চলেছে তারা। 


সাংহাই অটোমোটিভ ইন্ডাস্ট্রি কর্পোরেশন। সংক্ষেপে SAIC মোটর। চিনের বৃহৎ এই গাড়ি প্রস্তুতকারী সংস্থার অধীনস্থ সংস্থা MG মোটর ইন্ডিয়া। বর্তমানে MG মোটর ইন্ডিয়া একশো শতাংশ মালিকানা রয়েছে SAIC মোটর-এর হাতে। ইকনমিক টাইমসে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, JSW গ্রুপ সেই মালিকানার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে মনস্থির করেছে। প্রতিবেদন অনুযায়ী, অধিগ্রহণের ব্যাপারে ভারত সরকার থেকে প্রয়োজনীয় সবুজ সংকেত মিলেছে। সবকিছু ঠিক চললে, চুক্তি মোতাবেক MG মোটর ইন্ডিয়ার শেয়ারের সবথেকে বেশি পরিমাণ JSW গ্রুপের অধীনে চলে আসবে। ন্যুনতম মালিকানা থাকবে SAIC মোটরের কাছে। তবে জল্পনা-চুক্তিতে JSW'র অন্যান্য সংস্থা যেমন JSW স্টিল ও JSW এনার্জির কোনও যোগ থাকবে না বলেও বলা হয়েছে প্রতিবেদনে। 


সূত্র মোতাবেক, সজ্জন জিন্দাল সম্প্রতি সপুত্র চিনে গিয়েছিলেন। SAIC প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়িক কথাবার্তা এবং চুক্তি সংক্রান্ত রীতিনীতি নিয়ে আলোচনা ও আদানপ্রদান দু'পক্ষের মধ্যে বেশকিছুদিন ধরেই চলছে। সংবাদমাধ্যমে প্রকাশ, সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এবং চুক্তি-নীতি নিয়ে দুপক্ষই সন্তুষ্ট। চুক্তি সম্পন্ন হলে ভারতীয় JSW গ্রুপের কাছে মালিকানার সর্বমোট ৫১ শতাংশ থাকতে পারে। যার অর্থ, চিনের বাহুডোর ছিন্ন করে কম্পানিটির ভারতীয় হিসেবে সম্পূর্ণ পরিচিতি পাওয়ার পথ সুগম হবে। 


এদিকে, অন্ধ্রপ্রদেশে স্টিল প্ল্যান্ট তৈরির কথা সম্প্রতি ঘোষণা করেছে JSW গ্রুপ। আট হাজার আটশো কোটি টাকা ব্য়য়ে এই প্ল্যান্ট তৈরি হবে YSR কাডাপা জেলায়। গত ফেব্রুয়ারি মাসে কাডাপা স্টিল প্ল্যান্ট নামে প্ল্যান্টটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী YS জগন মোহন রেড্ডি। এর আগে গত ডিসেম্বরে মেক ইন ওড়িশা কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে সজ্জন জিন্দাল ওড়িশাতেও এক লাখ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন। তারমধ্যে উল্লেখযোগ্য পারাদীপে একটি স্টিল প্ল্যান্ট প্রকল্প স্থাপন।


জিন্দাল গ্রুপে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সজ্জন জিন্দাল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রুপের সর্বমোট সম্পত্তি ২২ মিলিয়ন ডলারের, যা ভারতীয় টাকায় এক লক্ষ আশি হাজার কোটি টাকারও বেশি। জিন্দাল পরিবারের কর্ত্রী সাবিত্রী জিন্দাল, ফোর্বসের বিচারে যাঁর সম্পত্তির পরিমাণ সতেরো বিলিয়ন ডলার।


আরও পড়ুন : ভারতে নতুন ইভি আনছে এমজি, ইলেকট্রিক কমপ্যাক্ট এসইউভিতে থাকছে এই বৈশিষ্ট্যগুলি 


Car loan Information:

Calculate Car Loan EMI