Vieste 300 Scooter: বদলে গেছে স্কুটারের ভাষা। বিশ্ববাজারে স্কুটার বলতে আর কেবল যাতায়াতের যান নয়। বিলাসবহুল জীবনযাত্রার অঙ্গ এখন ম্যাক্সি প্রিমিয়াম স্কুটার।


Keeway Vieste 300: দেশের বাজারে নতুন অবতার ! 
ভারতীয় স্কুটার বাজারে বেড়েই চলেছে ম্যাক্সি স্কুটারের সংখ্যা। একের পর এক এই বাজারে আসছে বড় প্রিমিয়াম আকারের স্কুটারগুলি। সম্প্রতি সেই ব্রিগেডে নাম লিখিয়েছে হাঙ্গেরির ব্র্যান্ড Keeway। ভারতে তাদের কিওয়ে ভিয়েস্তে ৩০০ নিয়ে এসেছে কোম্পানি। Benelli-র সাব ব্র্যান্ড বলা হচ্ছে এই কিওয়েকে। তাই গুণমানের দিক থেকে ভাল কিছু আশা করা হচ্ছে এই স্কুটার থেকে।




Vieste 300 Scooter: কেমন দেখতে স্কুটার ?
Vieste 300 হল কিওয়ের আক্রমণাত্মক নকশার স্কুটার। এই বড় ম্যাক্সি-স্কুটার সামনের দিকটি নজর কাড়ে। এর এলইডি হেডল্যাম্পগুলিকে লম্বা উইন্ডস্ক্রিনের সঙ্গে ডিজাইন করা হয়েছে৷ স্কুটারের রাইডিং পজিশনটিও বেশ ভাল। এতে পাবেন বড় অ্যানালগ/ডিজিটাল মিশ্রণের ডিসপ্লে। যেকোনও ম্যাক্সি-স্কুটারের মতোই আপনাকে পা দুই পাশে রাখার ভাল জায়গা দেবে এই দু-চাকা।আরেকটি চমৎকার বিষয় হল, Porsche-এর মতো চাবিহীন ফোব রয়েছে এখানে। যা স্বাভাবিকভাবেই খুবই প্রিমিয়াম বৈশিষ্ট্য।


Keeway Vieste 300: কতগুলি রঙে পাওয়া যাবে স্কুটার ?
স্কুটারটি তিনটি রং ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু ও ম্যাট হোয়াইট রঙে পাওয়া যাবে। টেস্ট ইউনিটে পরীক্ষার সময় স্কুটারের রঙের গুণগত মান বেশ ভাল মনে হবে আপনার। এতে পাবেন ভাল মানের সুইচগিয়ার। যা যাত্রাপথে আপনাকে আত্মবিশ্বাস জোগাবে। Vieste 300-এর সামনে ও পিছনের ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক শক অ্যাবজরভার ও ডুয়াল-চ্যানেল ABS রয়েছে। এ ছাড়াও এতে পাবেন হিটেড গ্রিপ। তবে ব্লুটুথ কানেকটিভিটি দেওয়া হয়নি স্কুটারে।


Vieste 300 Scooter: এতে একটি 278cc লিকুইড-কুলড ফোর-স্ট্রোক ইঞ্জিন রয়েছে, যা 6500 rpm-এ 18.7HP-এর সর্বোচ্চ পাওয়ার আউটপুট ও 6000 rpm-এ 22Nm-এর টর্ক উৎপন্ন করে। ভাল ওজন থাকা সত্ত্বেও স্কুটার আপনাকে চটজলদি পিকআপের অনুভূতি জোগাবে।




Keeway Vieste 300: কত দাম স্কুটারের ?
এতে 'আন্ডার সিট স্টোরেজ' অনেকটাই বড়। তবে যথেষ্ট গভীর না হওয়ার এর থেকে বড় কিছু রাখার প্রত্যাশা করা যায় না। কিওয়ে এই ম্যাক্সি স্কুাটেরে দাম রেখেছে ৩.২৫ লক্ষ টাকা। যা এর এক্স শোরুম প্রাইস। অন রোড প্রাইস প্রায় সাড়ে তিন লাখ টাকার সমান হয়ে যাবে।