Kia Carens variants: আর মাত্র কিছুদিনের অপেক্ষা ভারতের বাজারে Kia Carens লঞ্চে করবে কোম্পানি। আগামী মাসের লঞ্চের দিন ঠিক হয়েছে ক্যারেন্সের। আদতে MPV ও SUV-র মিশ্রণ এই গাড়ি।
চলতি মাসের 14 তারিখ থেকে Carens-এর বুকিং শুরু হচ্ছে। ইতিমধ্যেই সামনে এসেছে গাড়ির লুক ও পাওয়ার। শোনা যাচ্ছে, সব মিলিয়ে পাঁচটি ভ্যারিয়েন্ট প্রিমিয়াম, প্রেস্টিজ, প্রেস্টিজ প্লাস, লাক্সারি ও লাক্সারি প্লাসে আসবে এই গাড়ি। ভ্যারিয়েন্ট লাইন-আপের ক্ষেত্রে সবগুলিতেই 6টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে।
Carens স্টার্টিং ট্রিমকে প্রিমিয়াম বলছে কোম্পানি। যা উপরে উল্লিখিত বৈশিষ্ট্যগুলির সঙ্গে দেখা যাবে। যেমন এতে 6টি এয়ারব্যাগ, সব চাকায় ডিস্ক ব্রেক, দ্বিতীয় সারিতেও বৈদ্যুতিক টাচ টাম্বল অপারেশন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম ছাড়াও আরও অনেক কিছু থাকছে।
এর পরবর্তী লাইন হল প্রেস্টিজ ট্রিম। যা একটি বড় ডিজিটাল ডিসপ্লে, স্মার্টফোন সংযোগ-সহ একটি টাচস্ক্রিন, সামনে ও পিছনে পার্কিং সেন্সর , একটি 6-স্পিকার অডিও সিস্টেমসহ পাওয়া যাবে। এর পরে রয়েছে প্রেস্টিজ প্লাস। যা অ্যালয় হুইল, রিয়ার ওয়াশার/ওয়াইপার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ইত্যাদির মতো আরও বৈশিষ্ট্য নিয়ে আসে।
টপ-এন্ড ট্রিমটি লাক্সারি ও লাক্সারি প্লাসে আলাদা করা হয়েছে। যা OTA আপডেট, কানেকটেড কার টেকনোলজি প্রযুক্তি সহ 10.25-inch টাচস্ক্রিন, 64 রঙের আলো, সম্পূর্ণ লেদার সিট ও পিছনের যাত্রীদের ব্যবহারের জন্য টেবিলের ব্যবস্থা করে। এছাড়াও গাড়িতে পাবেন একটি সানরুফ, ভেন্টিলেটেডে সিটস, ওয়্যারলেস চার্জিং ও একটি 8-স্পিকার BOSE প্রিমিয়াম অডিও সিস্টেম। ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্য দেখে স্বাভাবিকভাবেই মনে হচ্ছে, গাড়ির প্রাইসিং এই ক্ষেত্রে একটা বড় বিষয় হবে।
Carens দুটি পেট্রোল ইঞ্জিন ও একটি ডিজেল ইউনিট সহ স্বয়ংক্রিয় বিকল্পগুলি 1.4l টার্বো পেট্রল ছাড়াও 1.5l ডিজেলের সাথে পাওয়া যাবে। 1.5l পেট্রল শুধুমাত্র একটি ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে আসবে। ক্যারেন্স ভারতে কিয়ার চতুর্থ লঞ্চ হবে।