Kia Electric Car: বদলে যাচ্ছে গাড়ির বাজার। পেট্রল, ডিজেল ছেড়ে এবার ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে দেশ। সেই দিকে মনোযোগ দিয়েছে কিয়া। ভারতে তাদের নতুন ইলেকট্রিক গাড়ি আনার পরিকল্পনা করছে কোম্পানি। 


Kia Electric Car: কোন গাড়ি আনছে কিয়া ?
 বর্তমানে, কিয়া ভারতের বাজারে চারটি পণ্য বিক্রি করে - সনেট, সেলটোস, কার্নিভাল ও ক্যারেন্স। এই গাড়িগুলি পেট্রোল-ডিজেলে চলে। এখনও পর্যন্ত Kia ভারতে কোনও বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসেনি। তবে শোনা যাচ্ছে, শীঘ্রই Kia ভারতে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে পারে। রিপোর্ট বলছে, Kia ভারতে একটি বৈদ্যুতিক গাড়ি পরীক্ষা করছে। ইতিমধ্যেই দেশের রাস্তায়  দেখা গিয়েছে গাড়ি।


Kia Electric Car: কোথায় দেখা গিয়েছে গাড়ি ?
কিয়ার ইবেকট্রিক গাড়ি স্পাই ইমেজ তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের। এখানে Kia EV6 GT ভ্যারিয়েন্ট অন-রোড পরীক্ষার সময় দেখা গেছে। রিপোর্ট বলছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে ভারতে Kia EV6 লঞ্চ হতে পারে। লঞ্চের পরে, এটি Tata Nexon EV, MG ZS EV ও আসন্ন Hyundai IONIQ 5-এর মতো বৈদ্যুতিক গাড়িগুলির সাথে প্রতিযোগিতা করবে। শোনা যাচ্ছে, 
Hyundai IONIQ 5-ও চলতি বছরের শেষে ভারতে আত্মপ্রকাশ করতে পারে।


Kia Electric Car: কত শক্তিশালী হবে এই গাড়ি ?
গ্লোবাল মার্কেটে Kia EV6 এর তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে - EV6, EV6 GT-Line ও EV6 GT। EV6 GT হল টপ-স্পেক ভ্যারিয়েন্ট, যা ডুয়াল ইলেকট্রিক অল-হুইল ড্রাইভ সিস্টেমের সঙ্গে পাওয়া যায়। গাড়িতে 77.4 kWh এর শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ 320 bhp শক্তি ও 605 Nm পিক টর্ক জেনারেট করে। গাড়িটি কোম্পানির ইলেকট্রিক গ্লোবাল মডুলার প্ল্যাটফর্ম (ই-জিএমপি) এর উপর ভিত্তি করে তৈরি।


Kia Electric Car: কত রেঞ্জ থাকবে গাড়ির ?
গ্লোবাল মার্কেটের Kia EV6 একক চার্জে 425 কিলোমিটার রেঞ্জ অফার করে। কোম্পানি আরও দাবি করেছে যে, আল্ট্রা-ফাস্ট চার্জিং সিস্টেমের সাহায্যে মাত্র 18 মিনিটে গাড়িটি 10 ​​থেকে 80 শতাংশ চার্জ করা যাবে। গাড়িতে একাধিক ড্রাইভ কনফিগারেশন রয়েছে। গাড়ির দুটি ব্যাটারি ভ্যারিয়েন্ট পাবেন। রিপোর্ট অনুসারে, Kia যদি CBU রুটের মাধ্যমে EV6 ভারতে আসে, তাহলে এর দাম প্রায় 60 লক্ষ টাকা হতে পারে।


আরও পড়ুন : KIA New Seltos Sonet: ভারতে লঞ্চ হল ফেসলিফটেড KIA Seltos, Sonet, জেনে নিন নতুন কী আছে গাড়িতে ?