New KIA Seltos Sonet: গাড়ির বাজারে প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে এবার ফেসলিফটেড কিয়া সেলটস ও সনেট নিয়ে এল দক্ষিণ কোরিয়ার কোম্পানি। জেনে নিন, কী আপডেট দেওয়া হয়েছে নতুন গাড়ি দুটিতে।


Kia India: কত দাম রাখা হয়েছে দুই গাড়ির ?
নতুন Seltos-এর দাম শুরু হচ্ছে 10.19 লক্ষ টাকা থেকে। ফেসলিফটেড Sonet-এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে 7.15 লক্ষ টাকা। কিয়া ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, যে উভয় মডেলের নতুন সংস্করণে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর লোয়ার ভ্যারিয়েন্টে চারটি এয়ারব্যাগ দিয়েছে কোম্পানি। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই আপডেট করা হয়েছে। 


KIA New Seltos Sonet: কী বলছে কোম্পানি ?
কোম্পানির চিফ সেলস অফিসার মায়ুং সিকসন বলেন, “আমরা সেলটোস ও সনেটের নিম্ন সংস্করণে চারটি এয়ারব্যাগ দিয়ে যাত্রীদের নিরাপত্তার ওপর জোর দিয়েছি।” এ ছাড়াও নতুন কিছু বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে। একই সঙ্গে ডিজেল ইঞ্জিনে আইএমটি প্রযুক্তির সঙ্গে কিয়া সেলটোস আপডেট করা হয়েছে।


Kia India: সেলটসে কী আপডেট ?
নতুন সেলটোস ফেসলিফ্টে 13টিরও বেশি পরিবর্তন বা আপগ্রেড করা হয়েছে। এটি একটি 1.5L ইঞ্জিনে চলবে। যার মধ্যে HTX AT ভ্যারিয়েন্টও পাওয়া যাবে। এর স্বয়ংক্রিয় ভ্যারিয়েন্টে প্যাডেল শিফটার, মাল্টি ড্রাইভ ও ট্র্যাকশন মোড পাওয়া যায়। সেলটোস 1.5 লিটার ডিজেল ইঞ্জিনেও আইএমটি (ইন্টেলিজেন্ট ম্যানুয়াল ট্রান্সমিশন) প্রযুক্তি দিয়েছে।


KIA New Seltos Sonet: সনেটে কী নতুন আপডেট ?
একই সময়ে নতুন সনেটে 9টি আপডেট করা হয়েছে। এই গাড়ির স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে সাইড এয়ারব্যাগ ও হাইলাইন টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম দেওয়া হয়েছে। এর নতুন মডেল (HTX+ ট্রিম থেকে) একটি উন্নত 4.2-ইঞ্চি কালার ইন্সট্রুমেন্ট কনসোল সহ চালু করা হয়েছে। সনেট লোগোটি ডি-কাট স্টিয়ারিং হুইল ও টেলগেটেও আপডেট করা হয়েছে।


Kia India: কত বিক্রি দুই গাড়ির ?
কোম্পানিটি এখনও পর্যন্ত ভারতীয় বাজারে সেলটোসের 2.67 লাখ ইউনিট ও সনেটের প্রায় 1.25 লাখ ইউনিট বিক্রি করেছে। এখনও পর্যন্ত কিয়া ভারতীয় বাজারে মাত্র চারটি গাড়ি বিক্রি করছে। যার মধ্যে – সোনেট, সেলটোস, কার্নিভাল ও ক্যারেন্স রয়েছে। এর মধ্যে কেয়ার্নস কোম্পানির লেটেস্ট কার। 


আরও পড়ুন : Tork Kratos electric: ডিজাইন চমকে দেবে পেট্রল বাইককে, ১ লাখ ২২ হাজারে পাবেন এই ইলেকট্রিক বাইক