নয়া দিল্লি : দ্রুত দেশের বাজারে ছড়িয়ে পড়ছে ইলেক্ট্রিক গাড়ি। এই মুহূর্তে সবথেকে আধুনিক ভার্সন নিয়ে হাজির Kia। যারা বিশাল ধামাকা দিয়ে প্রবেশ করতে চায় বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায়। সেই লক্ষ্যেই বাজারে বৈদ্যুতিক SUV-র EV6 নিয়ে এসেছে এই সংস্থা। E-GMP প্ল্যাটফর্ম নির্ভর এই গাড়ি। 


যে কোনও বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকা খুবই জরুরি। ওয়াকিবহাল মহল মনে করছে, একবার EV6 চালালেই বোঝা যাবে, বিলাসবহুল গাড়ি নির্মাতাদের সেরা EVs গাড়ির সঙ্গে অনায়াসে প্রতিযোগিতা করতে পারবে EV6।


কেমন হল Kia EV6 ? 


নতুন এই গাড়ির লুকও তাক লাগাতে পারে। এই বৈদ্যুতিক চারচাকার ছবি দেখলে চমৎকৃত হবেন যে কেউ। সাইজেও ছোটখাট নয়, লার্জ মিডসাইজের SUV এটি। অন্যান্য গাড়ির থেকে দেখতেও অনেকটা আলাদা।


গাড়ির ফ্রন্ট-এন্ডের মসৃণ ভার্সন Kia Tiger-এর স্লিম ভার্সন বলা যেতে পারে। আর গাড়ির ভারসাম্য বজায় রাখার জন্য রয়েছে ১৯ ইঞ্চির চাকা। 


শুধু তা-ই নয়, এই গাড়ির অন্দরসজ্জাও হয়েছে তাক লাগানো। যে কোনও Kia গাড়ির থেকে একদম আলাদা অনুভূতি দেবে Kia EV6। এয়ার কেবিনে রয়েছে প্রচুর স্টোরেজ স্পেস। পুনর্ব্যবহৃত উপাদান দিয়ে তৈরি হয়েছে গাড়ির ড্যাশবোর্ড। এছাড়া পরিবেশ-বান্ধব। 


এই গাড়ির বৈশিষ্ট্যের যেন শেষ নেই। ভারত পাচ্ছে সব মডেল-নির্ভর EV6। এতে রয়েছে ১৪ স্পিকার বিশিষ্ট Meridian অডিও সিস্টেম, ৬৪ কালার অ্যাম্বিয়েন্ট লাইটিং, মজবুত আসন । এছাড়া অন্যান্য আর যেসব বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি হল- এই বৈদ্যুতিক গাড়িতে রয়েছে- ADAS, ক্যামেরা, সানরুফ, ৮ এয়ারব্যাগ ! খুব অল্প সময়ের মধ্যে এই গাড়ির রিয়ার সিট চেক করে দেখা গেছে যথেষ্ট জায়গা রয়েছে তাতে। এই EV6 গাড়ি আরামদায়ক এবং চালানোও তুলনামূলক সহজতর হয়ে উঠতে পারে। মনে হতে পারে, ছোট কোনও গাড়ি চালাচ্ছেন। বাস্তবে, EV6 বড় এবং বিশাল গাড়ি, কিন্তু, আপনি সেই অনুভূতি পাবেন না। মেঝে ১৭৮ এমএম-এর।