মলয় চক্রবর্তী, দার্জিলিং : শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। সমতলে গরম। পাহাড় তাই এ মরশুমের সেরা ডেস্টিনেশন। আর বাঙালির হাতের নাগালেই তো স্বর্গসুখ - দার্জিলিং।  আর পাহাড়ে ওঠার আগে এখন সাধারণের পছন্দের ডেস্টিনেশন সাফারি পার্ক। একইসঙ্গে জঙ্গল, বন্যপ্রাণ,জিপ সাফারি। যাকে বলে পুরোদমে আনন্দ। 
আর এই গ্রীষ্মের মরসুমে পাহাড়ে পর্যটকদের থিকথিকে ভিড়। কিন্তু পর্যটকরা বুধবার সকালে এসে ফিরে গেলেন এই সাফারি পার্ক থেকে। গেট আটকে বিক্ষোভ দেখান কর্মীরা। কর্মীদের অভিযোগ, যাঁর যা কাজ, তাঁকে সে কাজ না দিয়ে, অন্য কাজ করানো হচ্ছে। তারই প্রতিবাদে বিক্ষোভ। পার্কের অধিকর্তাকে সরানোর দাবিও তোলেন কর্মীরা। 
এর ফলে আজ হতাশ হতে হয় পর্যটকদের। বেঙ্গল সাফারি পার্কের কর্মী বরুণ দেবনাথের অভিযোগ , ড্রাইভার হিসেবে জয়েন করেছিলেন, সিকিউরিটি গার্ডের কাজ করছেন তিনি। তিনি নিজের কাজই করতে চান। তাই বিক্ষোভ।  


আরও পড়ুন :


দার্জিলিং-এ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস



অন্যদিকে বেঙ্গল সাফারি পার্কের কর্মী তৃপ্তি সরকার জানালেন, ' আমি এক জায়গায় কাজ করতাম। সেটা সরিয়ে অন্য কাজ করিয়েছে।' বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় বিক্ষোভ। তার জেরে বন্ধ হয়ে যায় পরিষেবা। বেড়াতে এসে ফিরে যেতে হয় অনেক পর্যটককেই। কলকাতা থেকে আসা পর্যটক  ইলা দত্ত জানাচ্ছেন, কলকাতা থেকে এসেছি, মন খারাপ হয়ে গিয়েছে বাচ্চাগুলোর। 
প্রায় ৩ ঘণ্টা পর, কর্তৃপক্ষের আশ্বাসে ওঠে বিক্ষোভ।  শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কের অধিকর্তা দাওয়া সাংমু শেরপা জানিয়েছেন , কর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। কথা বলে বিষয়টি মিটিয়ে নেয়া হয়েছে। পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে। 


 দার্জিলিংয়ে গ্রীষ্মকাল মার্চ মাসে শুরু হয় এবং মে মাসে শেষ হয়। এই সময়ের মধ্যে শহরের আবহাওয়া অত্যন্ত মনোরম এবং আরামদায়ক ।  এই ঋতুতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের মতো হয়, মে মাসে ২০ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা বাড়তে পারে। তাই আপনি যদি সমতলের গ্রীষ্মের তাপ থেকে বাঁচতে চান তবে দার্জিলিংয়ে যান। আর পাহাড়ে ওঠার আগে ঘুরে যান সাফারি পার্কেও।