Kia Sonet: ফের এই সাব কমপ্যাক্ট এসইউভির দাম বাড়াল কিয়া। গাড়ির চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ানো হয়েছে কিয়া সনেটের দাম। চলতি বছরে দ্বিতীয়বার Sonet-এর দাম বাড়িয়েছে কোম্পানি। এক ঝটকায় ৩৪,০০০ টাকা বাড়ানো হয়েছে দাম।
Kia Sonet Price Hiked: কোন ভ্যারিয়েন্টের কত দাম বেড়েছে ?
এর আগে চলতি বছরের জানুয়ারিতে এই গাড়ির দাম বাড়ানো হয়েছিল। Kia Sonet দেশে HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ ভ্যারিয়েন্ট বিক্রি করে। এর HTE ভ্যারিয়েন্টের দাম সর্বোচ্চ ৩৪,০০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বাকি ভ্যারিয়েন্টগুলির দাম ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৬,০০০ টাকা করা হয়েছে।
Kia Sonet: সনেটের বৈশিষ্ট্য
কোম্পানি সনেটে সাইড এয়ারব্যাগ, ব্রেক অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, হিল-অ্যাসিস্ট কন্ট্রোলের মতো ফিচার দিয়েছে। কিয়ার গাড়িতে বিশেষ ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে সব বৈশিষ্ট্য। এছাড়াও এই গাড়ির বেস ভ্যারিয়েন্ট HTE ট্রিমে ABS ও পিছনের পার্কিং সেন্সর, ড্রাইভার ও যাত্রীর জন্য এয়ারব্যাগ, পিছনের এসি ভেন্ট সহ এয়ার কন্ডিশনার, হার্টবিট টেল ল্যাম্প রয়েছে। এই এসইউভি এখন ব্র্যান্ডের নতুন লোগো সহ নতুন ইম্পেরিয়াল ব্লু ও স্পার্কলিং সিলভার রঙে পাওয়া যাচ্ছে। গাড়িতে ইলেকট্রনিক্যালি-অ্যাডজাস্ট বাইরের আয়নার সঙ্গে প্রিমিয়াম ফ্যাব্রিক আসনও পাবেন।
Kia Sonet Price Hiked: সনেটের ইঞ্জিন
Kia Sonet-এ মোট ৩টি ইঞ্জিন বিকল্প পাওয়া যায়। ১.০ লিটার টার্বো পেট্রোল, ১.২-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রল ও ১.৫-লিটার ডিজেল ইঞ্জিন৷ এছাড়াও এর গিয়ারবক্স সম্পর্কে বলতে গেলে, এটি ৫-স্পিড ম্যানুয়াল, ৬-স্পিড আইএমটি, সিক্স-স্পিড ম্যানুয়াল ও ৬-স্পিড অটোমেটিকের মতো ৪টি বিকল্প পায়।
Kia Sonet: কিয়া সনেটের নকশা
সনেট বাইরে থেকে দেখতে অত্যন্ত আকর্ষণীয়। এর সিগনেচার টাইগার নোজ গ্রিল পাবেন সামনে। এর সঙ্গে স্টিলের কভার সহ R15 স্টিল হুইল, গার্নিশ-রিফ্লেক্টর কানেক্টেড টাইপ পোল অ্যান্টেনা, হ্যালোজেন হেডল্যাম্প, রেয়ার স্কিড প্লেট, রেয়ার সেন্ট্রালের মতো ফিচার পাওয়া যায়। এতে একটি আক্রমনাত্মক চেহারা দিতে সামনে টাইগার নোজ গ্রিল দেওয়া হয়েছে। সেই নকশা সারা বডিতে ব্যবহার করেছে কোম্পানি।
আরও পড়ুন : Royal Enfield Hunter 350: প্রকাশ্যে এল রয়্যাল এনফিল্ড হান্টার, কী দেওয়া হয়েছে বাইকে ?