Hunter 350 : ফাঁস ছবিতে অর্ধেক ঢাকা বাইকের মুখ দেখার সময় শেষ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ অগাস্ট আজ বহু প্রতীক্ষিত রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ প্রকাশ্য আনল কোম্পানি। রয়্যাল এনফিল্ডের তরফে দাবি করা হচ্ছে, কোম্পানির সবথেকে কম দামি বাইক হবে এই হান্টার।
Royal Enfield Hunter 350: নতুন বাইকে কী কী রয়েছে ?
শুক্রবার রয়্যাল এনফিল্ডের এমডি সিদ্ধার্থ লালের হাত ধরে হান্টার ৩৫০ প্রকাশ করে কোম্পানি। নতুন মডেলে ডুয়াল-টোন ফিনিশ দেওয়া হয়েছে। বাইকে স্পষ্টতই ক্লাসিক ৩৫০ ও Meteor 350-র থেকে অনেক ডিজাইন নেওয়া হয়েছে। এতে টুইন পড ইন্সট্রুমেন্ট র্লাস্টার দেওয়া হয়েছে। যাতে একটি ট্রিপার ন্যাভিগেশনও রয়েছে। যদিও এটি স্ট্যান্ডার্ড হিসাবে দেওয়া হচ্ছে না বাইকে। হান্টারের টপ-এন্ড ভ্যারিয়েন্টের অংশ হিসেবে এটি দেওয়া হচ্ছে।
Hunter 350: আরও রয়েছে অনেক কিছু
নতুন হান্ডারে কালো অ্যালয় হুইল, স্প্লিট গ্র্যাবরেল, টিয়ার-ড্রপ আকৃতির ট্যাঙ্ক ও সিঙ্গল সিট দেওয়া হয়েছে। এছাড়াও বাইকের অন্যান্য ভ্যারিয়েন্টে ওয়্যার স্পোকড হুইল ও কালো চাকা আশা করতে পারেন। এই বাইকের মূল লক্ষ্য স্পোর্টি লুক দেওয়ার পাশাপাশি যুব প্রজন্মকে আকৃষ্ট করা। কম উচ্চতার রাইডাররাও এই বাইক চালাতে পারবেন। অটো সাইটগুলির মতে, এই বাইক ক্লাসিক ও মিটিওরের থেকে কম ভারী হবে।
Royal Enfield Hunter 350: অন্যান্য Royal Enfield 350cc মডেলের মতো একই 349cc ইঞ্জিন
দেওয়া হয়েছে বাইকে। কোম্পানি জানিয়েছে, ইঞ্জিনটি ভিন্ন রাইডিং অভিজ্ঞতার জন্য টিউন করা যেতে পারে। এতে প্রত্যাশিত ৫ স্পিড গিয়ারবক্সও পাবেন ক্রেতা। বাইকে ২০.২ বিএইচি ও ২৭ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। কম ওজনের সঙ্গে আরও ভাল পারফরম্যান্স আশা করা যায় এই বাইকে। এই বাইক Honda CB 350 RS, TVS Ronin, Jawa 42-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে। এই বাইককে Classic 350 ও Meteor 350-এর নিচের বিভাগে রাখবে কোম্পানি।