নয়াদিল্লি: টাটার পর এবার ডার্ক এডিশনের দিকে ঝুঁকল কিয়া (Kia India)। লঞ্চ হয়েছে কোম্পানির নতুন গাড়ি(Kia Seltos X-Line Trim)। ভারতের বাজারে আগামী মাসেই বিক্রি শুরু হবে কিয়ার নতুন মডেলের।


২০২০ সালে প্রথম অটো এক্সপোতে এই গাড়ির প্রি প্রোডাকশন কনসেপ্ট সামনে আনে কিয়া। পরবর্তীকালে কিয়া সেলটসের আরও একটা স্পোর্টস থিম বেসড ভার্সন আনার কথা বলে কোম্পানি। তবে শেষ পর্যন্ত দেখা গেল ভারতের বাজারে ডার্ক এডিশনের X-Line মডেল আনল (Kia India)।


Kia Seltos X-Line Trim-এর দাম
গাড়ি লঞ্চ হয়ে গেলেও এর বিস্তারিত বিবরণ এখনও দেয়নি কোম্পানি। আগামী মাসে নতুন মডেল বাজারে এলেই এ বিষয়ে জানাবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি।মনে করা হচ্ছে, ১৮,০০,০০০ টাকার বেশি দাম হবে এই গাড়ির। তবে এই দাম কেবল গাড়ির এক্স শোরুম প্রাইস। বর্তমানে গাড়ির দিল্লিতে GTX+ টপ মডেলের দাম রাখা হয়েছে ১৬.৬৫ লক্ষ টাকা থেকে ১৭.৮৫ লক্ষ টাকা। এর ওপরে দাম থাকবে Kia Seltos X-Line Trim-এর। 


Kia Seltos X-Line Trim-এর ডিজাইন
আগের থেকে গাড়ির সামনে আরও স্পোর্টি লুক দেওয়া হয়েছে। কালো গ্র্যানাইট ফিনিস গাড়ির গ্লস বাড়িয়েছে। বদলে গিয়েছে কেবিন। বেশিরভাগ জায়গায় পিয়ানো ব্ল্যাক ফিনিস দেওয়া হয়েছে। স্পোর্টি কেবিন দিতে গিয়ে ফুল ব্ল্যাক ইন্টিরিয়র দিয়েছে কোম্পানি। সামনের গ্রিলও ব্ল্যাক রাখা হয়েছে। তবে আগের মতোই এলইডি লাইট রয়েছে ফ্রন্টে। যা হেডলাইটে একটা ধোঁয়াটে আবহ তৈরি করেছে।


বদলে দেওয়া হয়েছে এয়ারডেম। সেখানে নতুন ডিজাইনের পাশাপাশি দেওয়া হয়েছে অরেঞ্জ লাইট। আপডেট করা হয়েছে ওআরভিএমস। গ্লসি ব্ল্যাক ওআরভিএম-এর পাশে দেওয়া হয়েছে কার ব্লিংকারস। তবে চাকার ডিজাইন চমকে দিয়েছে সবাইকে। ১৮ ইঞ্চির ম্যাট গ্রাফাইট ক্লিস্টাল কাট অ্যালোয় হুইল নজর কাড়ছে সবার।পিছনে বদলে দেওয়া হয়েছে ক্ল্যাডিংয়ের ডিজাইন। আগের মতোই নতুন মডেলে ১.৪ লিটার টার্বোচার্জ পেট্রল ইঞ্জিন দিতে পারে কোম্পানি। ডিজেলের ক্ষেত্রে দেওয়া হতে পারে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন।