রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: জলবন্দি এলাকায় এবার নৌকায় দুয়ারে সরকার ক্যাম্প। পদ্মার জলে প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের চর বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। গ্রামবাসীদের সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে গতকাল নৌকায় চড়ে গ্রামে গ্রামে ঘোরেন প্রশাসনিক আধিকারিকরা।
হাঁটুজলে দাঁড়িয়েই চলে ফর্ম সংগ্রহ। জলমগ্ন এলাকায় সরকারি সুবিধা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জেলা প্রশাসন জানিয়েছে। অন্যদিকে, দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্পকে ঠিকভাবে পরিচালনা করতে অ্যাপেক্স কমিটি গঠন করল রাজ্য সরকার। অ্যাপেক্স কমিটির নেতৃত্বে রাজ্যের মুখ্যসচিব। রাজ্য, জেলা ও কলকাতা স্তরে গঠন করা হয়েছে ৩টি টাস্কফোর্স। এই কমিটির অধীনেই কাজ করবে টাস্ক ফোর্সগুলি। অ্যাপেক্স কমিটিতে রাখা হয়েছে রাজ্য সরকারি সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদের।
অন্যদিকে, বৃহস্পতিবার দুয়ারে সরকারের ফর্ম পেতে হুড়োহুড়ি পড়ে যায়। দাশনগরের বালটিকুরিতে পদপিষ্ট হয়ে আহত হন ১২ জনেরও বেশি। এদিন বালটিকুরি মুক্তারাম হাইস্কুলে দুয়ারে সরকারের ফর্ম পেতে ভোর থেকে লাইনে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা। সকাল ১০টা নাগাদ গেট খুললে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়তে চান লাইনে দাঁড়ানো কয়েকশো মানুষ। সামনে দাঁড়ানো কয়েকজন পড়ে গিয়ে পদপিষ্ট হন। দ্রুত তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় দাশনগর থানার পুলিশ। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
গত ১৬ অগাস্ট থেকে ফের শুরু হয়েছে দুয়ারি সরকার ক্যাম্প। এই ক্যাম্পের মারফতই চলছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দেওয়া ও স্বাস্থ্যসাথী কার্ড বিষয়ক কাজকর্ম। প্রথম দিন থেকেই বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্পে নানারকম টুকরো অশান্তি ও গোলযোগের অভিযোগ উঠছে। তবে এই ক্যাম্পগুলিকে ব্যাপক সাড়া মিলেছে বলে সরকারের দাবি।
গত ২৪ অগাস্ট দুয়ারে সরকারের ১ কোটি রেজিস্ট্রেশন পূর্ণ হয়। নবান্ন সূত্রে দাবি, প্রথম পর্বে ১৮ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন হয়েছিল। এবার ৯ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন হয়েছে। এই তথ্যই প্রমাণ করে, দুয়ারে সরকার প্রকল্পে কতটা সাড়া মিলেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Murshidabad : পদ্মার জলে প্লাবিত গ্রাম, নৌকো চড়ে 'দুয়ারে সরকার' পৌঁছাল দুয়ারেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Aug 2021 01:18 PM (IST)
গ্রামবাসীদের সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে গতকাল নৌকায় চড়ে গ্রামে গ্রামে ঘোরেন প্রশাসনিক আধিকারিকরা
Murshidabad : নৌকো চড়ে 'দুয়ারে সরকার' পৌঁছাল দুয়ারেই
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
26 Aug 2021 12:58 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -