RBI Action on Kotak Bank: বৃহস্পতিবার ২৫ এপ্রিল আরবিআইয়ের নিষেধাজ্ঞা জারির পর ধস নেমেছে কোটাক ব্যাঙ্কের শেয়ারে (Kotak Bank Share Price)। একদিনেই ১২ শতাংশ কমে গেল শেয়ারের দাম। প্রাতিষ্ঠানিক ও খুচরো বিনিয়োগকারীদের বিপুল ক্ষতি। তবে সবথেকে বেশি ক্ষতি হয়েছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের বর্তমান নন-এক্সিকিউটিভ ডিরেক্টর তথা প্রতিষ্ঠাতা উদয় কোটাকের (Uday Kotak)। শেয়ারে ধসের কারণে একদিনেই ১০,২২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে উদয় কোটাকের।
বিপুল ক্ষতি উদয় কোটাকের
কোটাকা মহিন্দ্রা ব্যাঙ্কে উদয় কোটাকের (Uday Kotak) ২৫.৭১ শতাংশ শেয়ার আছে। আজকের সেশনে কোটাক ব্যাঙ্কের শেয়ার ১২ শতাংশ পরে ১৬৪৩ টাকায় বন্ধ হয়েছে। ২৪ এপ্রিল কোটাক ব্যাঙ্কের বাজার মূলধন ছিল ৩,৬৬,৩৮৩ কোটি টাকা। আর সেই বাজার মূলধন আজকের সেশনে কমে হয়েছে ৩,২৬,৬১৫ কোটি টাকা। শুধু আজকের দিনেই এই ব্যাঙ্কের বাজার মূলধন (Kotak Bank Share Price) কমে দাঁড়াল ৩৯,৭৬৮ কোটি টাকায়। আর এই কারণে উদয় কোটাকের শেয়ার হোল্ডিংয়ের মূল্য কমে গিয়েছে ১০,২২৫ কোটি টাকা। কোটাক ব্যাঙ্কের শেয়ারে এই বিপুল পতনের কারণে মিউচুয়াল ফান্ড এবং ইনসিওরেন্স সংস্থাগুলিও বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। এলআইসি সংস্থা আজকের দিনে ২৫৭০ কোটি টাকা ক্ষতি দেখেছে।
রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞাতেই শেয়ারে ধস
আজকের এই শেয়ারে পতন মূলত কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের উপর রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞার কারণেই হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি কোটাক ব্যাঙ্ককে নতুন গ্রাহকদের উদ্দেশ্যে ক্রেডিট কার্ড ইস্যু করতে বাধা দিয়েছে এবং তা মূলত মোবাইল ব্যাঙ্কিং বা অনলাইন মাধ্যমে। আর এই কারণেই ১২ শতাংশ দাম পড়ে কোটাক মহিন্দ্রার শেয়ারের (Kotak Bank Share Price) দাম দাঁড়ায় ১৬২০ টাকায়। আর এই নিষেধাজ্ঞার পর প্রচুর ব্রোকারেজ হাউজ কোটাক ব্যাঙ্কের শেয়ারের টার্গেট প্রাইস কমিয়ে দিয়েছে। আর তাই বাজার মূলধনের দিক থেকে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ককে পিছনে ফেলে এখন দেশের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্কের স্থানে উঠে এল অ্যাক্সিস ব্যাঙ্ক।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না । )
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ITC Share: বাজারে আসবে ITC হোটেলসের শেয়ার, পোর্টফোলিওতে ITC-র শেয়ার থাকলে কী সুবিধে ?