Stock Market: কোনো কোনো সংস্থা বোনাস শেয়ারের ঘোষণা করলেই তাদের শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। এমনই একটি সংস্থার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। বোনাস শেয়ারের কথা ঘোষণার পর থেকেই ইতিবাচক খবর এসেছে এই সংস্থার শেয়ারে (Bonus Share)। কোঠারি প্রোডাক্টস সংস্থার শেয়ারে ক্রেতাদের (Stock Market) ভিড় লেগে রয়েছে এবং শেয়ারের দামও বেড়ে চলেছে দিনের পর দিন।
দারুণ গতি এই শেয়ারে
কোঠারি প্রোডাক্টস লিমিটেডের শেয়ারে গতকাল ৩০ ডিসেম্বর দারুণ লাফ দেখা গিয়েছে। একদিনেই ৭ শতাংশের বেশি লাফ দিয়েছে এই শেয়ার। আর এর জন্য প্রতিটি শেয়ারের দাম ২১০ টাকা করে বেড়েছে। গতকাল বাজার বন্ধ হওয়ার সময় এই সংস্থার শেয়ার ১৯৭.২৮ টাকায় নেমে আসে।
কেন বাড়ছে শেয়ারের দাম
এই সংস্থাটি ২৭ ডিসেম্বর এক্সচেঞ্জ ফাইলিংয়ের মাধ্যমে জানিয়েছে যে ১:১ অনুপাতে বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দেবে। অর্থাৎ বিনিয়োগকারীদের কাছে এই সংস্থার একটি শেয়ার থাকলে আরও একটি অতিরিক্ত শেয়ার পাওয়া যাবে। সেই শেয়ারের জন্য কোনো খরচ করতে হবে না। আর এই বোনাস শেয়ারের ঘোষণার পর থেকেই কোঠারি প্রোডাক্টের শেয়ারের দাম ক্রমশ বাড়তে শুরু করে। গত ২ দিনে দেখা গিয়েছে এই শেয়ারের দাম মোট ১২ শতাংশ বেড়েছে।
এই নিয়ে তিনবার বোনাস শেয়ার ইস্যু করেছে সংস্থা
এর আগেও দুবার সংস্থা বোনাস শেয়ার দিয়েছে। ২০১৪ সালে প্রথমবার বোনাস শেয়ার ঘোষণা করেছিল এই সংস্থা, ২:১ অনুপাতে বোনাস শেয়ার দিয়েছিল কোঠারি প্রোডাক্টস। এরপরে ২০১৬ সালে ১:২ অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করা হয়। এবার তৃতীয়বারের মত বোনাস শেয়ার দিতে চলেছে কোঠারি প্রোডাক্টস।
শেয়ারের মূলধন বৃদ্ধি
বোনাস শেয়ার ইস্যু করার পাশাপাশি কোঠারি প্রোডাক্টস তাঁর অনুমোদিত শেয়ারের মূলধন ৩১.৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬১.৫ কোটি করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বোনাস শেয়ারের রেকর্ড ডেট এখনও ঠিক হয়নি। এর জন্য বিনিয়োগকারীদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Rekha Jhunjhunwala Stocks: রেখা ঝুনঝুনওয়ালার দুই স্টকে বড় ধস, আপনি নিলেও ডুবেছেন ?