Stock Market Crash: ভারতের বাজারে (Indian Stock Market) প্রয়াত 'বিগ বুল' রাকেশ ঝুনঝুনওয়ালা চলে গিয়েছেন আগেই। রেখে গিয়েছেন তাঁর অগাধ শেয়ার বাজারের (Share Market) পাণ্ডিত্য ও সম্পদ। বর্তমানে সেই ঐতিহ্য বাজায় রাখছেন তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা (Rekha Jhunjhunwala Stocks)। সম্প্রতি তাঁর পোর্টফোলিওর (Portfolio) দুটি স্টকে বড় ধস নেমেছে। আপনার কাছেও কি এই স্টক রয়েছে ?
রেখা ঝুনঝুনওয়ালার পোর্টফোলিতে বড় ধসের কারণ
ভারতের শেয়ার বাজারে এমনিতেই বড় নাম রেখা ঝুনঝুনওয়ালা। ২০২৪ সালে তাঁর পোর্টফোলিও সব মিলিয়ে ৪০,৪৪৪.৯৭ কোটিতে গিয়ে পৌঁছেছে। যদিও এর মধ্যে কিছু শ্টকে রেখার পোর্টফোলিকে বড় ধাক্কা দিয়েছে। আপনার কাছেও যদি এই স্টক থাকে তাহলে সাবধান হোন। জেনে নিন কোন স্টকগুলি নেতিবাচাক রিটার্ন দিয়েছে রেখার পোর্টফোলিওতে।
এই স্টক ডুবিয়েছে রেখাকে
চলতি বছরে প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখার পোর্টফোলিও ডুবিয়েছে টাটা মোটারসের শেয়ার। ৪৭,৭৭০,২৬০ টি টাটা মোটরসের শেয়ার রয়েছে তাঁর কাছে। যা চলতি বছরে ৫.০৫ শতাংশ কমেছে। বর্তমানে ৭৩৭.০৫ দাম হয়েছে টাটা মোটরসের। এই সংখ্যাই বলে দিচ্ছে ৫ শতাংশ কমা মানে কত বড় লোকসান হয়েছে রেখা ঝুনঝুনওয়ালার। কারণ এই ধরনের স্টক অনেক কম দামে কিনে থাকেন বড় বড় ইনভেস্টাররা।
এই দ্বিতীয় স্টকও ডুবিয়েছে
রেখা ঝুনঝুনওয়ালার দ্বিতীয় বড় লোকসান করিয়েছে টাটা গ্রুপের আরও একটি শেয়ার। এই স্টকের নাম টাইটান। রেখা ঝুনঝুনওয়ালার কাছে ৪৫,৭১৩,৪৭০টি শেয়ার রয়েছে। টাকার হিসেবে যা ১৫ হাজার ১২৭ কোটির । ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে, ২০২৪ সালে এই স্টকে রেখার পোর্টফোলিও থেকে ৯.৯২ শতাংশ কমেছে। যার ফলে অনেকটাই কমেছে পোর্টফোলিওর টাকা।
তার মানে কি রেখার এই স্টকগুলিতে লসে রয়েছেন ?
মনে রাখবেন , রাকেশ ঝুনঝুনওয়ালা অনেক কম দামে এই স্টকগুলি কিনেছিলেন। তাই দুই স্টকে বড় ধস নামলেও রেখার পোর্টফোলিওতে এই স্টক লাল চিহ্ণে পৌঁছয়নি।
কোন-কোন শেয়ার থেকে প্রফিট
দুটি স্টকে লস করলেও অনেক প্রফিটে লাভ করেছেন রেখা। তাঁর পোর্টফোলিওর লাভজনক স্টকের শীর্ষ রয়েছে কানাড়া ব্য়াঙ্কের নাম। এই ব্য়াঙ্কের ১২৮,৬৯৩,০০০টি স্টক রয়েছে তাঁর কাছে। চলতি বছরে ১৩.৩৩ শতাংশ লাভ দিয়েছে এই স্টক। এ ছাড়াও NCC ও ফেডারাল ব্যাঙ্কে ভাল লাভ পেয়েছেন তিনি। ফোর্বসের ডেটা বলছে, রেখা ঝুনঝুনওয়ালার সম্পদের পরিমাণ এখন ৮.৫ বিলিয়ন ডলার। ২০২৩ সালে এই সম্পদের পরিমাণ ছিল ৫.১ বিলিয়ন ডলার।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
LPG Gas Cylinder: কীভাবে চালু করবেন বন্ধ গ্যাস সিলিন্ডারের কানেকশন ? এই রইল পুরো পদ্ধতি