নয়াদিল্লি: ভোডাফোন-আইডিয়া বোর্ডের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর ও নন-এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন কুমার মঙ্গলম বিড়লা। তাঁর পদত্যাগপত্র গৃহিত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা ঋণগ্রস্ত ভোডাফোন আইডিয়ায় তাঁর অংশীদারী সরকার বা কোম্পানি পরিচালনায় যোগ্য, সরকার বিবেচনা করলে, এমন কোনও সংস্থার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
কুমার মঙ্গলম বিড়লার ওই প্রস্তাবের খবর সামনে আসার পর ভোডাফোন আইডিয়ার শেয়ার ১৭ শতাংশ হ্রাস পেয়ে গত ৫২ সপ্তাহে সবচেয়ে তলানিতে ঠেকেছে। কোম্পানি থেকে তাঁর এই সরে দাঁড়ানোর খবর সামনে আসার পর মঙ্গলবার ভোডাফোন আইডিয়ার শেয়ার ১০ শতাংশ কমে গিয়েছিল।
কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবাকে চিঠি দিয়ে ভোডাফোন আইডিয়াতে তাঁর ২৭ শতাংশ অংশীদারী সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কুমার মঙ্গলম বিড়লা। তিনি সরকার বা অন্য কোনও উপযুক্ত সংস্থার হাতে তাঁর অংশীদারী তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিদেশি লগ্নিকারীরা বোধগম্য কারণেই ভোডাফোন আইডিয়া-তে লগ্নির ব্যাপারে আগ্রহী নয়।
অ্যাডজাস্টেট গ্রস রেভিনিউ (এজিআর) বাবদ সরকারকে বকেয়া ৫০ হাজার কোটি টাকা শোধ দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছে ভোডাফোন আইডিয়া। এরমধ্যে গত জুনে লেখা কুমার মঙ্গলম বিড়লার ক্যাবিনেট সবিচকে চিঠির খবর প্রকাশ্যে আসার পর কোম্পানি প্রায় ২,৭০০ কোটি টাকার মার্কেট ক্যাপ হারিয়েছে। চিঠিতে আর্থিক দিক থেকে সংকটের কথা উল্লেখ করে ঋণের চাপে থাকা টেলিকম কোম্পানিতে তাঁর ২৭.৬৬ শতাংশ অংশীদারি কোনও বেসরকারি, সরকারি বা দেশি কোনও আর্থিক সংস্থার হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন।
কুমারমঙ্গলম বিড়লা চিঠিতে বলেছিলেন, ভোডাফোন আইডিয়ার আর্থিক অবস্থার অবনতি ঘটেই চলেছে। পরিচালন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির সব ধরনের প্রচেষ্টা সত্ত্বেও কোম্পানির এই আর্থিক অবস্থার অবনতিতে রাশ টানা যায়নি। কোম্পানির পরিচালনা বজায় রাখতে ও রেগুলেটরি বা সরকারি বকেয়া মেটানোর জন্য ২৫ হাজার কোটি টাকার প্রয়োজন।