Mukhyamantri Ladki Bahin Yojona: রাখি পূর্ণিমার আগের দিনেই রাজ্যের মহিলাদের (Maharashtra Scheme) বড় সুবিধে দিল মহারাষট্র সরকার। মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য মহারাষ্ট্র সরকার প্রতি মাসে ১৫০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে (Ladki Bahin Yojona) পাঠানোর কথা বলেছে। এই যোজনার অধীনে যোগ্য মহিলারা টানা ৫ বছর পর্যন্ত এই ১৫০০ টাকা করে পাবেন তাদের অ্যাকাউন্টে, কোথাও না গিয়েই।


এই রাজ্যের মহিলারা যোগ্য হলে এই সুবিধে পাবেন


রাজ্য সরকার এই যোজনার নাম দিয়েছে মুখ্যমন্ত্রী লড়কি বহিন যোজনা। এই স্কিমের অধীনে সেই রাজ্যের মহিলারা কোথাও না গিয়ে, কোথাও কাজ না করেই মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। এর জন্য মহিলাদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৬৫ বছরের মধ্যে। শুধু তা নয় এই মহিলাদের বার্ষিক আয় কখনই ২.৫ লাখের বেশি হওয়া যাবে না। এর অর্থ হল এই যোজনার মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের অনেকটাই উপকার হবে। আগামী ৫ বছর পর্যন্ত এই ১৫০০ টাকা করে ভাতা পাবেন সেই রাজ্যের মহিলারা।


৩১ অগাস্টের মধ্যেই করতে হবে আবেদন


বলা হয়েছে এই যোজনার আওতায় সুবিধে পাবেন ১.৫ কোটি মহিলা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে বিগত ১৪ অগাস্টের মধ্যেই ১.৩৬ কোটি আবেদন জমা পড়ে গিয়েছে। সরকার এই যোজনায় আবেদনের সময়সীমা বাড়িয়েছে ৩১ অগাস্ট পর্যন্ত।


এই মহিলাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকে গিয়েছে


মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আনুষ্ঠানিকভাবে শনিবার এই প্রকল্পের উদ্বোধন করবেন পুনেতে। ইতিমধ্যেই ৩০ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। জুলাই থেকে কার্যকর হয়েছে এই প্রকল্প। ফলে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তারা একসঙ্গে জুলাই ও অগাস্টের টাকা একসঙ্গে পাবেন।


কী কী যোগ্যতা থাকা চাই এই সুবিধে পেতে হলে


মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে সেই মহিলাকে।


মহিলার বয়স হতে হবে ২১ থেকে ৬৫ বছরের মধ্যে।


বিবাহিত, অবিবাহিত এবং বিচ্ছেদপ্রাপ্ত মহিলারা সকলেই এই সুবিধে।


নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।


মহিলাদের বার্ষিক পারিবারিক আয় ২.৫ লাখের কম হতে হবে।



আরও পড়ুন: 8th Pay Commission: ন্যূনতম বেতন, মাসিক পেনশন এবার বাড়বে ! ৮ম বেতন কমিশনে সুখবর সরকারি কর্মীদের ?