Central Govt. Employee: কেন্দ্র সরকারি কর্মীরা এখন অষ্টম পে কমিশনের আশায় রয়েছেন। ২০১৬ সালের ১ জানুয়ারি কার্যকর হয়েছিল সপ্তম পে কমিশন। এই পে কমিশনের (Central Govt Employee) আওতায় প্রায় ১ কোটি মানুষ উপকৃত হয়েছেন। প্রতি ১০ বছর অন্তর এই পে কমিশন কার্যকর হয়ে থাকে। সেই হিসেব মত আশা করা যাচ্ছে আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি আবার ৮ম পে কমিশন (8th Pay Commission) চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাধ্যমে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন এবং পেনশন কাঠামোতে বড় বদল আসবে বলেই ধারণা করা হয়েছে।


২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে ৭ম পে কমিশনের মেয়াদ


৭ম পে কমিশনের মেয়াদ যে আগামী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হতে চলেছে তা কোথাও বলা হয়নি, এমনকী কোথাও উল্লেখও করা হয়নি। আর এই পরিস্থিতিতেই সাধারণ মানুষ চিন্তা আছেন যে ১০ বছর পরে নতুন কোনও পে কমিশন কার্যকর করা হবে কিনা সে ব্যাপারে। সরকারের পক্ষ থেকে অষ্টম পে কমিশন নিয়ে কোনও তথ্য এখনও জানানো হয়নি। বিগত এক বছরে নানা সময় কর্মী ইউনিয়ন এই অষ্টম পে কমিশনের বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছে। বাজেটের পরে অর্থমন্ত্রকের সচিব টিভি সোমানাথনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে তাদের হাতে এখনও এই নিয়ে কাজ করার অনেক সময় আছে।


ন্যূনতম বেতন ছিল ১৮ হাজার, পেনশন ছিল ৯ হাজার টাকা


৬ষ্ঠ পে কমিশন থেকে ৭ম পে কমিশনের শিফটিংয়ের সময় কর্মী সংগঠন দাবি জানিয়েছিল যাতে বেতন পরিমার্জনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টরকে ৩.৬৮ করতে হবে, কিন্তু সরকার তা শুধুমাত্র ২.৫৭ মাত্রাতেই সীমাবদ্ধ রাখে। এই ফিটমেন্ট ফ্যাক্টরের সহায়তাতেই সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল ১৮ হাজার টাকা। অন্যদিকে এর ভিত্তিতেই ন্যূনতম পেনশনের অঙ্ক ৩৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯ হাজার টাকা। কেন্দ্র সরকারি কর্মীদের ন্যূনতম বার্ষিক বেতন এখন দাঁড়িয়েছে ২.৫ লাখ টাকা এবং সর্বোচ্চ পেনশনের অঙ্ক দাঁড়িয়েছে বার্ষিক ১.২৫ লাখ টাকা।


ন্যূনতম বেতন হতে পারে ৩৪,৫৬০ টাকা, পেনশন হতে পারে ১৭,২৮০ টাকা


যদি অষ্টম পে কমিশনের সময় কর্মী সংগঠনের দাবি মেনে নেয় কেন্দ্র সরকার, তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর আরও ১.৯২ বাড়ানো হতে পারে। এর মাধ্যমে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বেড়ে হবে ৩৪,৫৬০ টাকা এবং পেনশনও ন্যূনতম হবে ১৭,২৮০ টাকা। মূলত মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে পেনশনও বাড়বে অবসরপ্রাপ্ত কর্মীদের।



আরও পড়ুন: Multibagger Stock: ৩ মাসেই বিনিয়োগ দ্বিগুণ করেছে এই ডিফেন্স স্টক, এখন কি বেচে দেবেন ?