মহারাষ্ট্র: সম্প্রতি মহারাষ্ট্র সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে যার নাম দেওয়া হয়েছে 'লাডলা ভাই যোজনা'। এই যোজনায় আর্থিক সহায়তা পাবেন কেবল ছাত্ররাই। যে সমস্ত ছাত্ররা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্যেই এই প্রকল্প। এই লাডলা ভাই যোজনার (Ladla Bhai Yojona) অধীনে দ্বাদশ উত্তীর্ণ ছাত্ররা মাসিক ৬ হাজার টাকা এবং স্নাতক উত্তীর্ণ ছাত্ররা মাসিক ১০ হাজার টাকার ভাতা পাবেন। অন্যদিকে যে সমস্ত ছাত্ররা ডিপ্লোমা করেছেন তারা পাবেন মাসিক ৮ হাজার টাকার ভাতা। বড় ঘোষণা করল একনাথ শিন্ডের সরকার।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্প্রতি আসন্ন মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে এই যোজনার ঘোষণা করেন পন্ধারপুরে। নির্বাচনের কয়েক মাস আগে জনগণের কাছে আবেদন জানাতে এই ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্র সরকারের (Ladla Bhai Yojona) এই উদ্যোগ রাজ্যের সমস্ত ছাত্রদের, স্নাতক উত্তীর্ণ ছাত্রদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে এবং যে কোনও রকম আর্থিক সমস্যা দূর করতে সাহায্য করবে। শিক্ষা এবং কর্মজীবনের প্রাথমিক কিছু আর্থিক সমস্যা দূর করবে এই স্কিম। এর ফলে শিক্ষার্থী ছাত্ররা আরও বেশি করে পড়াশোনায় মন দিতে এবং নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে পারবে।
সম্প্রতি উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের যুবকদের (Ladla Bhai Yojona) বেকারত্বের বিষয়টি নজরে এনেছেন রাজ্যবাসীর। একটি সাংবাদিক সম্মেলনে তিনি প্রকাশ্যেই বলেন যে লাডলি বহেনা স্কিমের মত মহারাষ্ট্রের ছেলেদের জন্য প্রয়োজনীয় যোজনা বা প্রকল্পের উপর জোর দেওয়া দরকার। তিনি স্পষ্টই বলেন যে আজকের সমাজে সরকারি প্রকল্পগুলির ক্ষেত্রে ছেলে ও মেয়েদের মধ্যে কোনও বিভেদ করার প্রয়োজন নেই এবং এই বিভাজন করা উচিতও নয়। উভয় লিঙ্গের শিক্ষার্থীই সমান অধিকার পাওয়ার যোগ্য। আর এই দাবিতে সাড়া দিয়েই একনাথ শিন্ডে ঘোষণা করেন 'লাডলি ভাই যোজনা'।
উল্লেখ্য যে লাডলা ভাই যোজনার আগে মহারাষ্ট্র সরকার চালু করেছিল লাডলি বহেনা যোজনা। এই যোজনায় ২১ থেকে ৬০ বছর বয়সী বিবাহিত, তালাকপ্রাপ্ত, নিঃস্ব সহায়-সম্বলহীন মহিলাদের মাসিক ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এরপরে মহারাষ্ট্রের একনাথ শিন্ডের সরকার এই যোজনার সুবিধেভোগীদের বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর করে দেন।