Ladli Behna Yojana: কেন্দ্র সরকার প্রায়ই মহিলাদের সুরক্ষা, নারী ক্ষমতায়নের কথা ভেবে নানারকম সমাজকল্যাণমুখী প্রকল্প বা যোজনা চালু করে থাকে। এগুলির মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই যোজনার অধীনে দেশের অগণিত দরিদ্র মহিলারা প্রতিটি এলপিজি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন। যেখানে একটি সাধারণ গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দাম পড়বে ৮০৩ টাকা, সেখানে উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) অধীনে মহিলারা এটি পাবেন ৫০৩ টাকায়। কেন্দ্র সরকারের এই প্রকল্পের সঙ্গে তাল মিলিয়ে এবার মহারাষ্ট্র সরকারও মহিলাদের জন্য বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রকল্প চালু করেছে।


মহিলারা বিনামূল্যে বছরে ৩টি এলপিজি সিলিন্ডার পাবেন


মুখ্যমন্ত্রী মেরি লাডলি বহেনা যোজনা চালু করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার যেটি একটি সামাজিক সুরক্ষা ও সহায়তা প্রকল্প। এই প্রকল্পের অধীনে মহারাষ্ট্র সরকার প্রতি মাসে দরিদ্র মহিলাদের ১৫০০ টাকা করে ভাতা দিয়ে থাকে। এখন থেকে এই ভাতা দেওয়ার পাশাপাশি বছরে তিনটি করে এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেবে এই সরকার। এই যোজনা খুব শীঘ্রই চালু হতে চলেছে। রাজ্য সরকারের ফুড, সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার প্রোটেকশন বিভাগে এ নিয়ে তদবির করা হয়েছে।


কারা পাবেন এই যোজনার সুবিধে


মহারাষ্ট্রের রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যে সমস্ত মহিলাদের নামে আগে থেকেই কোনও গ্যাস সংযোগ নেওয়া রয়েছে তারাই এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে পারেন। পরিবারের কেবলমাত্র একজন সদস্যই এই মুখ্যমন্ত্রী মেরি লাডলি বহেনা যোজনার সুবিধে পাবেন। বছরে এই যোজনাতে প্রতিটি পরিবারকে ১৪.২ কেজির তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।


২০২৪ সালের ১ জুলাইয়ের পরে যে সমস্ত নাগরিকের রেশন কার্ড ইস্যু করা হয়েছে তারা এই যোজনার সুবিধে পাবেন না। বেনিফিসিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই ভর্তুকির টাকা পাঠিয়ে দেবে সরকার। কেন্দ্র সরকার তাদের উজ্জ্বলা যোজনার যে ৩০০ টাকা করে ভর্তুকি দেয়, তাঁর টাকার সঙ্গে এই নতুন বিনামূল্যের গ্যাস সিলিন্ডারের টাকা যোগ হয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে জানা গিয়েছে।


আরও ৮ মাস ৩০০ টাকার ভর্তুকি পাবেন মহিলারা


দরিদ্র মহিলাদের খানিক সুরাহা দিতে কেন্দ্র সরকার ঘোষণা করেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ৩০০ টাকা করে ভর্তুকি আরও ৮ মাস অর্থাৎ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত দেওয়া হবে। ২০১৬ সালে কেন্দ্র সরকার শুরু করেছিল এই প্রকল্প। এখনও পর্যন্ত দেশের মোট ৯ কোটি দরিদ্র মহিলা এই যোজনার অধীনে নথিভুক্ত হয়েছেন।



আরও পড়ুন: Ransomware Attack: সাইবার হানায় বিপর্যস্ত ব্যাঙ্কিং পরিষেবা, সব তথ্য হ্যাকারদের হাতে? কী হতে পারে সেভিংস অ্যাকাউন্টের?