লখনউ: টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপ্রদেশের একাধিক এলাকা। বুধবার লখনউতে মুষলধারে বৃষ্টি শুরু হয়, যার জেরে রাস্তাঘাট ভেসে গিয়েছে। সেই রাস্তা দিয়ে এক যুবকের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন এক যুবতী। তাঁর গায়ে জল ছিটিয়ে, তাঁকে ঘিরে ধরে চলতে থাকে উল্লাস। যোগী রাজ্যের এই দৃশ্যর একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার তুমুল ঝড় ওঠে। 


কী দেখা যাচ্ছে ভিডিওটিতে? 


ঘটনাটি ঘটেছে তাজ হোটেল ব্রিজের পার্শ্ববর্তী এলাকায়। সেখানে প্রায় হাঁটু সমান জল জমে যায় তুমুল বৃষ্টিতে। সেখান দিয়ে বাইকে করে যাচ্ছিলেন ওই যুবক-যুবতী। তাঁদেরকে দেখেই যুবতীকে লক্ষ্য করে জল ছেটাতে থাকেন এক দল যুবক। এমনকী একজন ব্যক্তি বাইক বসে থাকা ওই মহিলাকে টেনে জলে ফেলার চেষ্টা করে।


ভাইরাল ভিডিওতে এও দেখা যায়, টানা হিঁচড়েতে ওই মহিলা বাইক থেকে পড়ে যান। এরপরও বাইক চালক যুবকও পড়ে যান। আর এই দৃশ্যর পরও ওই মহিলাকে ঘিরে ধরে একদল যুবক জল ছিটিয়ে যাচ্ছিলেন আর অন্যদিকে একদল যুবক উল্লাসে চিৎকার করছিলেন।  


শুধু তাই নয়, ভাইরাল হওয়া ওই ভিডিওগুলিতে দেখা যায়, মহিলাকে দেখে অশ্লীল ভাবভঙ্গিও করে চলেন যুবকরা। এক যুবক জাপটে ধরার চেষ্টা করেন ওই যুবতীকে। 


এরই মধ্যে খবর দেওয়া হয় পুলিশকে। এরপর পুলিশ এসে ওই যুবক ও যুবতীকে উদ্ধার করে। 


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে পুলিশ অভিযুক্ত চিহ্নিত করার প্রক্রিয়া চালাচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানান হয় পুলিশের তরফে। 


 






এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 


 


অন্যদিকে আজ লখনউতে বিধানসভার মধ্যে জল ঢুকে যায়। বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীনই জল ঢুকতে শুরু করে। আটকে পড়েন বিধায়ক-কর্মচারীরা। বালতিতে ভরে ভরে অফিস-ঘরের জমা জল সরানোর কাজ শুরু হয়েছে। তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয় যোগী আদিত্যনাথকে। 


 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে