Larry Ellison Rag-to-Rich Journey: কিছুক্ষণের জন্য হলেও বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের এলন মাস্ককে সম্পদের দিক থেকে ছাপিয়ে গিয়েছিলেন ল্যারি এলিসন। ব্লুমবার্গ বিলিওনেয়ার সূচক অনুসারে তাঁর মোট সম্পদের পরিমাণ এখন ৩৯৯ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ লক্ষ কোটি টাকা। আর এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ৩৫ লক্ষ কোটি টাকা। এলন মাস্ককেও টপকে গিয়েছিলেন ল্যারি এলিসন (Larry Ellison)। যদিও কিছুক্ষণ পরেই এলন মাস্ক ফের আসীন হন নিজ শীর্ষস্থানে। তবে মাস্ককে জোর টক্কর দেওয়ার জন্য সংবাদের শিরোনামে এখন ল্যারি এলিসন। ৮০ বছরের এই বৃদ্ধ ওরাকল সংস্থার সহ প্রতিষ্ঠাতা।

Continues below advertisement

গত বুধবার ওরাকল সংস্থার শেয়ারের দাম এক লাফে ৪০ শতাংশ বেড়ে ৩৪০ ডলার হয় একেকটি শেয়ারের দাম। আর এই সংস্থায় ল্যারি এলিসনের স্টেক রয়েছে ৪১ শতাংশ। আর এর ফলেই ল্যারি এলিসনের মোট সম্পদের (Larry Ellison) পরিমাণ লাফিয়ে বেড়ে হয় ৩৯৯.৭ বিলিয়ন ডলার (ফোর্বসের তালিকা অনুসারে)। একদিনেই তাঁর আয় হয় ৯ লক্ষ কোটি টাকা। জুন মাসেই ল্যারি এলিসন মার্ক জুকারবার্গ এবং জেফ বেজোসকে ছাপিয়ে সম্পদের নিরিখে ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সে দ্বিতীয় সারিতে উঠে এসেছেন।

১৯৪৪ সালে ক্যালিফোর্নিয়ায় ফ্লোরেন্স স্প্লেলম্যান নামে এক ইহুদি মহিলার ঘরে জন্ম নেন ল্যারি এবং মাত্র ৯ মাস বয়সেই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। শিকাগোতে বড় হয়েছেন ল্যারি। ১২ বছর বয়সে তিনি জানতে পারেন যে তাঁকে দত্তক নেওয়া হয়েছে। ৪৮ বছর বয়সে তিনি তাঁর আসল মায়ের সঙ্গে দেখা করেন। ১৯৭৭ সালে ডেটাবেস সফটওয়্যার সংস্থা ওরাকল প্রতিষ্ঠা করেন ল্যারি এলিসন। এটি ক্রমে বিশ্বব্যাপী ক্লাউড কম্পিউটিং পাওয়ার হাউজে পরিণত হয়। ৮০ বছর বয়সী ল্যারি এলিসন এখন ওরাকল (Larry Ellison) সংস্থার চেয়ারম্যান এবং মুখ্য প্রযুক্তি কর্মকর্তা। ২০১৪ সালে তিনি এই সংস্থার সিইও পদ থেকে অব্যাহতি নেন টানা ৩৭ বছর কাজ করার পরে।

Continues below advertisement

৫ বার বিয়ে ভেঙে গিয়েছে ল্যারি এলিসনের। সম্প্রতি জোলিন ঝু নামের এক মহিলাকে তিনি বিয়ে করেছেন। ৩৩ বছর বয়সী জোলিন হলেন ল্যারির ষষ্ঠ স্ত্রী। নিজের থেকে ৪৭ বছরের কম বয়সী স্ত্রীর কারণে তিনি আরও বেশি চর্চায় থেকেছেন। প্রথম স্ত্রী বারবারা বুথের কাছ থেকে ল্যারির দুই সন্তান আছে ডেভিড ও মার্গারেট।