Surat Diamond Company: সারা বিশ্ব জুড়ে এখন কর্মী ছাঁটাইয়ের একটা আবহ রয়েছে। আর এরই মাঝে এমন এক সিদ্ধান্ত নিল একটি সংস্থা, যা নিয়ে চর্চা শুরু হয়েছে সারা দেশে। সংস্থার নাম সুরাট ডায়মন্ড কোম্পানি। এই সংস্থা তাদের ৫০ হাজার কর্মীকে একবারে ১০ দিনের ছুটি দিয়েছে। আগামী ১৭ থেকে ২৭ অগাস্ট পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে কর্মীদের (Surat Diamond Company)। আর এজন্য কোনও টাকা কাটা হবে না, বেতনও মিলবে। তবে ছুটি পেয়ে আনন্দের বদলে চিন্তার ভাঁজ বেড়েছে। তবে সংস্থার দাবি যে আন্তর্জাতিক বাজারে পালিশ করা হিরের চাহিদা হঠাৎ করে কমে যাওয়ায় এই ছুটি (Paid Leave) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
ডায়মন্ড ইন্ডাস্ট্রিতে মন্দা চলছে
কিরণ জেমস কোম্পানির ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, এই সংস্থা বিশ্বের সবথেকে বড় প্রাকৃতিক হিরে প্রস্তুতকারক। এই সংস্থার চেয়ারম্যান বল্লভভাই লখানি জানান যে সংস্থার কর্মীদের ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে। প্রত্যেকে এজন্য বেতন (Surat Diamond Company) পাবেন। তবে সংস্থায় কিছু কিছু কর্মীকে ছাঁটাই করা হবে। ডায়মন্ড ইন্ডাস্ট্রিতে মন্দার কারণে এই সিদ্ধান্ত নিতে হবে সংস্থাকে। অর্থনৈতিক এই মন্দার কারণে সমস্যায় পড়ছে সংস্থার ব্যবসা। রুক্ষ হিরের যোগান ক্রমেই কমছে, আর অন্যদিকে পালিশ করা হিরের চাহিদা আন্তর্জাতিক বাজারেও কমেছে।
চাহিদা কমায় দুশ্চিন্তায় সংস্থাগুলি
বল্লভভাই লখানি জানিয়েছেন যে কোনও কিছুই এই অর্থনৈতিক মন্দার ব্যাপারে জানানো যাবে না এই সময়ে। তবে মন্দা চলছে এটা সত্য। এর জন্য তাঁর নিজের সংস্থা ছাড়াও অন্যান্য সমস্ত ডায়মন্ড ইন্ডাস্ট্রির সংস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কর্মীদের একসঙ্গে এভাবে ছুটি দিয়ে নিজের মত করে কাজ গুছিয়ে নিতে পারবে এই সংস্থা।
২.৫ লাখ থেকে ১.৫ লাখে নেমে এসেছে টার্নওভার
সুরাট ডায়মন্ড অ্যাসোসিয়েশনের সভাপতি জগদীশ খুন্ত জানান যে বিশ্বের (Surat Diamond Company) মোট হিরের চাহিদার ৯০ শতাংশ তৈরি হয় সুরাটে। আর এই প্রথম কিরণ জেমসের মত একটা বড় সংস্থা তাদের কর্মীদের এভাবে ছুটি দিতে বাধ্য হল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের কারণে হিরের চাহিদা কমেছে বাজারে। ১০ লাখ ছেলে-মেয়েকে চাকরি দিয়েছে সুরাট ডায়মন্ড ইন্ডাস্ট্রি। তবে এই সংস্থাগুলির বার্ষিক টার্নওভার ২.৫ লাখ থেকে কমে এসেছে ১.৫ লাখে।
আরও পড়ুন: বাংলাদেশের অশান্তির জের, দাম পড়তে পারে ভারতের এই স্টকগুলির