Airbus Layoff: বিমান সংস্থায় একের পর এক ছাঁটাই চলছে। এভিয়েশন সেক্টরের অন্যতম বড় সংস্থা এয়ারবাসও এবার ছাঁটাইয়ের পথে চলেছে। প্রায় আড়াই হাজার কর্মী ছাঁটাই করতে পারে এই সংস্থা। এয়ারবাসের (Airbus Layoff) প্রধান প্রতিদ্বন্দ্বী বোয়িং ইতিমধ্যেই বড় ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। প্রতিরক্ষা ও মহাকাশ বিভাগের কর্মীদের থেকেই ছাঁটাই (Layoff News) করতে পারে সংস্থা। এই বিভাগে এয়ারবাসে কাজ করেন প্রায় ৩৫ হাজার কর্মী। এয়ারবাস সংস্থা জানিয়েছে যে ক্রমবর্ধমান ব্যয় ও প্রতিরক্ষা প্রকল্পে দেরি হওয়ার কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে এয়ারবাসকে।
স্পেস অ্যান্ড ডিফেন্স সেক্টরে সবথেকে বড় ছাঁটাই হবে
এয়ারবাস একটি খ্যাতনামা শীর্ষস্থানীয় ইউরোপীয় এয়ারক্রাফট (Airbus Layoff) সংস্থা। এএফপি ও ব্লুমবার্গ সংবাদসংস্থা জানিয়েছে এয়ারবাসের স্পেস ডিভিশনেই কর্মী ছাঁটাইয়ের বড় প্রভাব পড়তে চলেছে। এর মধ্যে রয়েছে ফাইটার এয়ারক্রাফট ও সাইবার সিকিউরিটি অপারেশন। বর্তমানে এই কর্মী ছাঁটাই নিয়ে এয়ারবাস সংস্থার পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। রিপোর্ট অনুসারে এয়ারবাস স্পেস সেক্টরের প্রকল্পগুলিতে মোট ৯৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তবে এখন এই সংস্থা এই বিশেষ প্রোগ্রামটি এগিয়ে নিয়ে যেতে পারছে না। এই পরিস্থিতিতে সংস্থার এই বিভাগটিকে পুনর্গঠনের সবরকমের চেষ্টা করা হচ্ছে।
বোয়িং সংস্থাও ১৭ হাজার কর্মী ছাঁটাই করবে
প্রতিবেদন অনুসারে এই কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে কর্মী সংগঠনের সঙ্গে কথা বলছে এয়ারবাস সংস্থা (Airbus Layoff)। এয়ারবাস মূলত প্যাসেঞ্জার ও কার্গো বিমানের উড়ানের জন্যই বিখ্যাত। যদিও এতেও ডিফেন্স, স্পেস এবং হেলিকপ্টার বিভাগ রয়েছে। সাম্প্রতিক কালে, বোয়িং বিমান সংস্থা তাদের বৈশ্বিক কর্মীসংখ্যার ১০ শতাংশ কমাতে চেয়েছে। আর এই কারণে চাকরি হারাতে পারেন এই সংস্থার ১৭ হাজার কর্মী। কর্মীদের ধর্মঘটের কারণে সংস্থা বহু ক্ষতির সম্মুখীন হয়েছে। এখনও এই সংস্থার বহু কর্মী ধর্মঘটে সামিল রয়েছেন কারণ তারা বেতন বৃদ্ধির দাবি তুলছেন, ভাল পেনশনেরও দাবি তুলছেন। এছাড়া এই সংস্থা ইতিমধ্যেই বিমানের গুণমান নিয়ে প্রশ্নের মুখে পড়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Stock Market: চিন্তা বাড়িয়ে 'গ্রিন সিগনাল' দিল বাজার, সোমেই কি ফের পতন ? আজ উঠল কোন স্টকগুলি ?