জেরুজালেম : গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হওয়া হামাসের ভয়ানক হামলার মাস্টার মাইন্ড ইয়াহিয়া সিনওয়ার। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া জুলাই মাসে নিহত হওয়ার পর জঙ্গিগোষ্ঠীর প্রধান পদে বসে সিনওয়ার। বৃহস্পতিবার এই সিনওয়ারকেই হত্যা করল ইজরায়েল। শেষ মুহূর্তটা কতটা ভয়াবহ ছিল সিনওয়ারের । ভিডিও প্রকাশ করল ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। 


হামাসের শীর্ষনেতাদের একে একে খতম করতে শুরু করেছে ইজরায়েল বাহিনী। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইজরায়েলের সেনা হত্যা করে গত জুলাই মাসেই। আর এবার নিহত তাদের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। বৃহস্পতিবারই ইজ়রায়েলের সেনা হামলা চালিয়েছিল গাজ়ার একটি বাড়িতে। তারপর আইডিএফের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে জানানো হয়, গাজায় ইজরায়েলের আক্রমণে মারা গিয়েছে তিন জঙ্গি। তার মধ্যে সিনওয়ার আছে কি না দেখা হচ্ছে। পরে তারাই নিশ্চিত করে সিনওয়ারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হামাসের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। 


ইজরায়েলের সামরিক বাহিনী একটি ভিডিও সামনে এনেছে। তাতে তুলে ধরা হয়েছে, হামাস নেতার শেষ মুহূর্তের ছবি। ভিডিওটি ড্রোনের মাধ্যমে তোলা হয়েছে।  এই ভিডিওতে দেখা যাচ্ছে, আহত এক ব্যক্তিকে । তবে ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি যে সিনওয়ারই , তা বোঝা কঠিন। কারণ, ওই ব্যক্তির চেহারা ধুলোয় ঢাকা। ড্রোন-ক্যামেরার থেকে  নিজেকে আড়াল করার মরিয়া চেষ্টা চালাচ্ছিল সে।  ড্রোনের দিকে কাঠের টুকরো ছুড়ছিল। কখনও আবার কাপড়ে মুখ ঢাকার চেষ্টা। একটি সোফায় বসে ধুঁকছিল ওই ব্যক্তি। তার কিছুক্ষণ পরেই ওই বাড়িতে আবারও হামলা হয়। আর তখন ওই ব্যক্তি মারা যায়। পরে ইজরায়েল নিশ্চিত করে , ওই ব্যক্তি সিনওয়ার। তার দুই সহযোগীও ওই হামলায় মারা যায়। 


ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিনওয়ারের মৃত্যুকে হামাসের বিরুদ্ধে একটি বড় বিজয় বলে উল্লেখ করেছেন। গত বছর হামাসের হামলায় ইজরায়েলের মাটিতে ১২০৬ জনের মৃত্যু হয়। এই হামলারই মূলচক্রী ছিলেন সিনওয়ার। এর আগেও তার মৃত্যুর খবর  রটেছিল।  তবে সেবার তা ভুল প্রমাণিত হয়।    






আরও খবর -


মুজিব, মুক্তিযুদ্ধ সম্পর্কিত ৮ জাতীয় ছুটি বাতিল, ইতিহাস মুছে ফেলায় অভিযুক্ত বাংলাদেশের ইউনূস সরকার