Qualcomm News: বিশ্বের সবথেকে বড় বড় কোম্পানিগুলিতেই এখন কর্মী ছাঁটাই চলছে ক্রমান্বয়ে। মূলত টেক দুনিয়ায় এই ছাঁটাইয়ের ঘটনা যেন কমতেই চাইছে না, থামছে না আর। মাইক্রোসফট থেকে গুগল এই বছরেই তাদের হাজার হাজার কর্মীকে ছাঁটাই (Layoff News) করেছে। এবার সেই তালিকায় জুড়ে যাবে আরও একটি নাম- কোয়ালকম। এই চিপ নির্মাতা সংস্থাও (Qualcomm News) এবার কর্মী সংখ্যা কমাতে চলেছে তাদের সংস্থার।


বিজ্ঞপ্তি জারি করেছে এই সংস্থা


প্রতিবেদন অনুসারে স্মার্টফোন নির্মাতা সংস্থা কোয়ালকম এবারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। আর এই কোপে চাকরি হারাতে পারেন ২২৬ কর্মী। ক্যালিফোর্নিয়া ওয়ার্নের (Worker Adjustment and Retraining Notification) মাধ্যমে কোয়ালকম সংস্থা তাদের কর্মীদের এই খবর জানিয়েছে। আর এই তথ্য জানানোর ১০ সপ্তাহ পরে আগামী ১২ নভেম্বর থেকে এই কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে সংস্থার তরফে।


এই কর্মীদের উপর পড়তে পারে কোপ


কোয়ালকম সংস্থা তার সান দিয়েগোর ১৬টি ফেসিলিটি সেন্টার থেকে কর্মী ছাঁটাই করতে চলেছে। সংস্থার হেডকোয়ার্টারে কর্মরত কর্মীরাও এই ছাঁটাইয়ের কোপে পড়তে পারেন। সাইবার সিকিউরিটি টিমও হেডকোয়ার্টারেই কাজ করে। তবে এই টিম থেকে কাউকে ছাঁটাই করা হবে কিনা সে ব্যাপারে কিছু জানানো হয়নি।


কেন ছাঁটাই করা হবে জানিয়েছে সংস্থা


কোয়ালকমের মুখপাত্র একটি প্রতিবেদনে জানিয়েছেন যে ব্যবসায়িক স্ট্রাটেজি বদলের কারণে সংস্থা এই কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছে। তিনি জানিয়েছেন যে সংস্থার পক্ষ থেকে বিনিয়োগ, সংস্থান এবং প্রতিভাকে তারা এমনভাবে অগ্রাধিকার দেন যাতে যে কোনও রকম প্রতিকূল পরিস্থিতিতে সর্বোচ্চ সুবিধেটুকু নিতে পারেন।


আরও ছাঁটাই হয়েছে এই বছর


২০২৪ সাল টেক দুনিয়ার পক্ষে মোটেও ভাল নয়। এর আগে অগাস্ট মাসে ইন্টেল, সিসকো এবং আইবিএমের মত বড় কোম্পানি কর্মী ছাঁটাই করেছিল। ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল ইন্টেল। যেখানে সিসকো ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এর আগে আইবিএমও এক হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। গত অগাস্ট মাসে মোট ২৭ হাজার কর্মী ছাঁটাই হয়েছে বিভিন্ন সংস্থা মিলিয়ে। এই বছর সব মিলিয়ে ছাঁটাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৬ হাজারে।


আরও পড়ুন: EPFO Update: পেনশনভোগীদের জন্য সুখবর দিল EPFO, বদলাচ্ছে নিয়ম- পাবেন এই সুবিধে