Pension Scheme: বেশ কিছুদিন ধরেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড কর্মীদের, ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের এবং পেনশনভোগীদের অনেক কিছু বদল এনেছে, যা সকলের সুবিধে করে দেবে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO Update) জানিয়েছে দেশের যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে পেনশনভোগীরা (Pension System) পেনশন তুলতে পারবেন। অগ্রিম ক্লেমের জন্য অটো ক্লেম লিমিটও বাড়িয়ে দিয়েছে এনপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।
যে কোনও শাখা থেকে পেনশন তোলা যাবে
কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে তৃতীয়বার মোদি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর পেনশনভোগীদের জন্য বহু নিয়ম প্রণয়ন করেছে এবং তাদের সুবিধার্থে বহু পদক্ষেপ করেছে। এর ফলে ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডার এবং ইপিএস পেনশনভোগীদের জন্য এর ফলে অনেকটাই সুবিধে হয়ে গিয়েছে। ৪ সেপ্টেম্বর ২০২৪ ইপিএফওর কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড কেন্দ্রীভূত পেনশন পেমেন্ট সিস্টেম প্রবর্তনের প্রস্তাব আনে। এই সিস্টেম আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই সিস্টেম চালু হওয়ার পরে ইপিএফও-র ৭৭ লক্ষ পেনশনভোগী দেশের যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখা থেকেই পেনশন তুলতে পারবেন। যে সমস্ত পেনশনভোগী নিজের হোমটাউন ছেড়ে অন্যত্র শিফট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এটা বড় সুবিধে করে দেবে।
অগ্রিম ক্লেম লিমিট বাড়ানো হয়েছে ১ লাখ টাকায়
প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা আংশিক তুলতে গেলে অগ্রিম ক্লেম লিমিট বাড়ানো হয়েছে। আগে এই লিমিট ছিল ৫০ হাজার টাকা, তা এখন বাড়িয়ে করা হয়েছে ১ লক্ষ টাকা। বাড়ি নির্মাণ, সন্তানদের শিক্ষা কিংবা বিবাহ এই সমস্ত কারণে টাকা তোলা যাবে এই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে। প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার ৬০ শতাংশ তোলার জন্য আগে যেখানে ১০ দিন সময় লাগত তা এখন কমিয়ে আনা হয়েছে ৩-৪ দিনে। এই ক্লেম লিমিট বাড়ানোর ফলে ৭.৫ কোটি ইপিএস পেনশনভোগী উপকৃত হবেন। এমনকী এই ক্লেম সেটলমেন্টের জন্য উপভোক্তাকে ক্যান্সেল চেক বা ব্যাঙ্ক পাসবুকেরও কোনও প্রয়োজন পড়বে না বলে জানানো হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gold Rate: সপ্তাহান্তে সোনা কিনতে স্বস্তি মিলবে ? রাজ্যে কত দর চলছে আজ ?