IT Company Layoff: টেক দুনিয়ায় কর্মী ছাঁটাই এখনও থামেনি এবং আগামীদিনে অদূর ভবিষ্যতে আদৌ থামবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বড় বড় সংস্থা বিপুল হারে কর্মী ছাঁটাই (Layoff News) হচ্ছে, অন্যদিকে ছোট ছোট স্টার্ট আপ সংস্থা ইনটেল, আইবিএম, সিসকোর মত সংস্থাতে এই বছর অগাস্ট মাসেই শুধু ২৭ হাজার কর্মীকে (Tech Layoff) ছাঁটাই করা হয়েছে। ৪২২টি সংস্থা তাদের মোট ১ লক্ষ ৩৬ হাজার কর্মীকে ছাঁটাই করেছে।


ইনটেল সংস্থায় আগের মাসেই জানানো হয়েছিল যে তাদের সংস্থা থেকে ১৫ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। তাদের মোট কর্মীসংখ্যার ১৫ শতাংশ কমানো হবে এই ছাঁটাইয়ের মাধ্যমে। ২০২৫ সালের মধ্যে সংস্থা চাইছে তাদের খরচ ১০ বিলিয়ন ডলার কমিয়ে ফেলতে। আর সেই কারণেই এত বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই চলছে। এই ইনটেল সংস্থার সিইও প্যাট জেলসিঙ্গার এর জন্য মূলত দায়ী করেছেন খুব ধীর গতিতে রেভিনিউর বৃদ্ধি, উচ্চমাত্রার খরচ, মুনাফার ঘাটতি ইত্যাদি কারণগুলিকে।


অন্য আরেকটি প্রথম সারির টেক সংস্থা সিসকো তাঁর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মোট কর্মীসংখ্যার ৭ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ৬ হাজার কর্মীর চাকরি যেতে পারে। ২০২৪ সালে এই নিয়ে দ্বিতীয়বার সিসকো সংস্থা কর্মী ছাঁটাই করছে। এছাড়া চিনে আইবিএম সংস্থা তাদের রিসার্চ ও ডেভেলপমেন্ট ফেসিলিটি বন্ধ করে দিতে চলেছে। আইবিএমেও এই কারণে ১০০০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সম্প্রতি অ্যাপল সংস্থাও ১০০ জন কর্মীকে ছাঁটাই করেছে।


অ্যাকশন ক্যামেরা প্রস্তুতকারক সংস্থা গো প্রো তাঁর কর্মী সংখ্যা ১৫ শতাংশ কমানোর চেষ্টা করছে, এর ফলে এই বছরের শেষ দিকে ১৪০ জন কর্মী কাজ হারাবেন। একই বছরে কিছু বিশেষ প্রজেক্ট গ্রুপ বন্ধ হওয়ার কারণে ৬০০ কর্মী ছাঁটাই করেছেন। এই সংস্থা তাঁর ১২১ জন কর্মী নিয়ে গড়ে ওঠা এআই টিমকেও ছাঁটাই করেছে এই বছর জানুয়ারি মাসে। ১২৫০০ কর্মীকে কাজ থেকে বিদেয় দিয়েছে ডেল টেকনোলজিস। পরিসংখ্যান অনুসারে ২০২৩ সালের থেকে ২০২৪ সালে আইটি কোম্পানিগুলিতে এই কর্মী ছাঁটাইয়ের পরিমাণ বেড়েছে ১৫ শতাংশ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Tea Price Hike: চায়ের দামও এবার বাড়বে, দেশের বড় বড় চা-উৎপাদনকারী সংস্থা এই চাপের মুখে