Layoffs 2023: গতবছর অর্থাৎ ২০২২ সালের শেষভাগ থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছিল কর্মী ছাঁটাই (Layoffs) প্রক্রিয়া। সেই ধারা চলতি বছরেও অব্যাহত রয়েছে। ভারতের বিভিন্ন স্টার্ট আপ (Indian Startups) সংস্থাতেও প্রভাব পড়েছে কর্মী ছাঁটাইয়ের। IANS- এর রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত ২৪,২৫০- এর বেশি কর্মী ভারতীয় স্টার্ট আপ সংস্থা থেকে চাকরি খুইয়েছেন। স্টার্ট আপ সংক্রান্ত খবর প্রকাশ্যে আনে একটি পোর্টাল Inc42। তাদের রিপোর্ট অনুসারে, প্রায় ৮৪টি স্টার্ট আপ থেকে আনুমানিক ২৪,২৫৬ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ভারতে পাল্লা দিয়ে স্টার্ট আপ সংস্থাগুলিতে কর্মী ছাঁটাইয়ের পরিমাণ বাড়ছে। 


সম্প্রতি Practo নামের একটি ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম একসঙ্গে ৪১ জন কর্মীকে ছাঁটাই করেছে। এর মধ্যে বেশিরভাগই ইঞ্জিনিয়ার। কর্মী ছাঁটাইয়ের দলে রয়েছে কুইক গ্রসারি ডেলিভারি প্রোভাইডার Dunzo। এই সরবরাহকারী সংস্থা থেকে প্রায় ৩০০ কর্মীকে একধাক্কায় ছাঁটাই করা হয়েছে। Dunzo সংস্থার ওয়ার্ক ফোর্সের প্রায় ৩০ শতাংশ ছাঁটাই করা হয়েছে এই দফায়। এর আগেও Dunzo সংস্থা থেকে কর্মী ছাঁটাই করা হয়েছিল। এর পাশাপাশি বেঙ্গালুরুর সংস্থা ZestMoney ঘোষণা করেছে তাদের ওয়ার্ক ফোর্সের প্রায় ২০ শতাংশ ছাঁটাই করা হবে। এর ফলে প্রায় ১০০ কর্মী চাকরি খোয়াতে পারেন। IANS- এর রিপোর্ট অনুসারে এই তথ্য পাওয়া গিয়েছে। 


ভারতের ই-স্পোর্টস কোম্পানি FanClash তাদের ওয়ার্ক ফোর্সের প্রায় ৭৫ শতাংশ ছাঁটাই করেছে। এমনটাই শোনা গিয়েছে। এই স্টার্ট আপ সংস্থা তিন দফায় প্রায় ১০০ কর্মীকে ছাঁটাই করেছে। তবে ছাঁটাই হওয়া কর্মীরা ক্ষতিপূরণ বাবদ দু'মাসের বেতনও পেয়েছেন। গত মাসে Unacademy- র সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা গৌরব মুঞ্জল ঘোষণা করেছিলেন তাদের টিমের ১২ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে। পরিসংখ্যান অনুসারে ৩৫০-র বেশি কর্মী চাকরি খোয়াবেন। IANS- এর রিপোর্ট অনুসারে, BYJU, ওলা, Meesho, MPL, LivSpace, Innovaccer, Udaan, Unacademy এবং Vedantu- এইসব স্টার্টআপের ক্ষেত্রে কর্মী ছাঁটাইয়ের পরিমাণ দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে। 


Livspace- এই হোম ইন্টিরিয়র এবং রেনোভেশন প্ল্যাটফর্মে সম্প্রতি অন্তত ১০০ কর্মী ছাঁটাই হয়েছে। খরচ নিয়ন্ত্রণের জন্য এই ছাঁটাই করা হয়েছে। অনলাইন স্টোর Dukaan থেকে ওয়ার্ক ফোর্স এওকধাক্কায় ৩০ শতাংশ কমানো হয়েছে অর্থাৎ ছাঁটাই করা হয়েছে। প্রায় ৬০ জন কর্মী চাকরি খুইয়েছেন। এর আগেও কর্মী ছাঁটাই হয়েছে এই সংস্থায়। প্রথম পর্যায়ের ৬ মাসের মাথায় দ্বিতীয় দফায় কর্মী ছাটাই হয়েছে Dukaan অনলাইন স্টোর থেকে। এছাড়াও হেলথ কেয়ার সংস্থা Pristyn Care থেকে ৩৫০-র বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।