সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চাকরির নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের (Kolkata Police) এসিপি সোমনাথ ভট্টাচার্য (ACP Somenath Bhattacharya)। ধৃত পুলিশকর্তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর। আরও জানা যাচ্ছে, কলকাতা পুরসভার গ্রুপ সি পদে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন অষ্টম ব্যাটালিয়নের এসিপি। তাঁকে গ্রেফতার করল ব্যারাকপুর কমিশনারেট (Barrackpore Police Commissionerate) । পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার নামেও টাকা তোলার অভিযোগ রয়েছে।
কী জানা গেল?
প্রতারণার অভিযোগে ২০২১ সালে বরানগর থানায় নালিশ দায়ের হয়েছিল ওই পুলিশকর্তার বিরুদ্ধে। তার পরই গ্রেফতার হন সোমনাথ ভট্টাচার্য। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে, ২ জনের থেকে ৬৬ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। এই নিয়ে ব্যারাকপুর কমিশনারেটে ডেকে ম্যারাথন জেরা করা হয় তাঁকে। তার পরই গ্রেফতার হন কলকাতা পুলিশের ওই এসিপি। কলকাতার গোয়া বাগানের বাসিন্দা শৌর্য সাহা ও হুগলির উত্তরপাড়ার বাসিন্দা সঞ্জয় বসুর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন সোমনাথ। শৌর্যর অভিযোগ, তাঁকে পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়া ও তাঁর বোনের কলকাতা পুরসভার গ্রুপ সি পদে চাকরির নামে দু'দফায় প্রায় ৩৬ লক্ষ টাকা নিয়েছিলেন পুলিশকর্তা। পাশাপাশি, সঞ্জয় বসুর স্ত্রীকে আবাসন দফতরে চাকরি পাইয়ে দেওয়া ও তাঁকে পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে ৩০ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। সব মিলিয়ে প্রায় ৬৬ লক্ষ টাকা নেওয়া হয়েছল বলে খবর। শুধু তাই নয়। ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর, এমন একাধিক ব্যক্তির থেকেই চাকরি ও পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন সোমনাথ। শুক্রবার তাঁকে ডেকে পাঠানো হয়, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয়েছেন পুলিশকর্তা। গত শনিবার তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশকর্তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরও যাঁরা টাকা দিয়েছিলেন বলে খবর, তাঁদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।
প্রেক্ষাপট...
এই মুহূর্তে নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। কেন্দ্রীয় এজেন্সি গত বছরই গ্রেফতার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তদন্তের সূত্রে একে একে শাসকদলের একাধিক বিধায়ক ও যুব নেতার নামও জড়িয়েছে এই মামলায় যা নিয়ে ঘরে বাইরে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদলকে। এবার চাকরি বিক্রির অভিযোগে গ্রেফতার এক পুলিশকর্তা।
আরও পড়ুন:নতুন করে দৈনিক করোনা সংক্রমণ প্রায় ৬ হাজার, সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার পার