LIC Bhagya Lakshmi Plan: ভারতের বাজারে বহু বিমা কোম্পানি এলেও এখনও দেশবাসী আস্থা রাখে এই সংস্থায়। বেসরকারি বিমা কোম্পানির ভিড়ে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের ওপর ভরসা করেন বহু বিনিয়োগকারী। সেই কারণে এখনও দেশের বুকে LIC-র বিকল্প নেই।


LIC Policy: কাদের জন্য এই পলিসি ?
বহু বছর ধরেই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে একের পর এক পলিসি এনে চলেছে LIC। এবার সেই তালিকায় নতুন সংযোজন LIC Bhagya Lakshmi Plan। মূলত, কম উপার্জনকারী বা নিম্ন মধ্যবিত্তের কথা ভেবেই এই বিমা পলিসি এনেছে কোম্পানি। আপনি যদি নিম্ন আয়ের গোষ্ঠীভুক্ত হন ও বিমা পলিসি কেনার পরিকল্পনা করেন, তাহলে এই এনডাউমেন্ট প্ল্যান একটি দুর্দান্ত স্কিম৷ এই পলিসিতে কম বিনিয়োগ করে আপনি একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমাতে পারবেন।


LIC ভাগ্যলক্ষ্মী পরিকল্পনা কী ?


LIC ভাগ্যলক্ষ্মী প্ল্যান হল একটি নন-লিঙ্কড, ব্যক্তিগত মাইক্রো ইন্স্যুরেন্স, টার্ম প্ল্যান। এই প্ল্যানে বিনিয়োগ করে আপনি মেয়াদপূর্তির পর ১১০ শতাংশ রিটার্ন পাবেন। আপনি বিভিন্ন সময়ের জন্য এই বিমা পলিসি কিনতে পারেন। জেনে নিন, LIC-র ভাগ্যলক্ষ্মী পরিকল্পনায় কী রয়েছে। 


এলআইসি ভাগ্যলক্ষ্মী পরিকল্পনার বিশেষ বৈশিষ্ট্য


স্কিমের ন্যূনতম বিমাকৃত অঙ্ক - 50,000 টাকা


স্কিমের সর্বোচ্চ বিমাকৃত রাশি -2,00,000


প্ল্যান কেনার বয়স – 8 বছর থেকে 42 বছর বয়স


প্রিমিয়াম পরিশোধের ন্যূনতম সময়কাল – 5 বছর


প্রিমিয়াম পরিশোধের সর্বোচ্চ সময়কাল - 13 বছর


পলিসির মেয়াদ – প্রিমিয়াম পেমেন্টের মেয়াদ + 2 বছর


এই প্ল্যানের সর্বোচ্চ পরিপক্কতার বয়স - 65 বছর


LIC ভাগ্যলক্ষ্মী প্ল্যানে কত প্রিমিয়াম দিতে হবে-


যদি কোনও ব্যক্তি 20 বছর বয়সে 15 বছরের জন্য LIC ভাগ্যলক্ষ্মী প্ল্যান কিনতে চান, তবে সেই পরিস্থিতিতে তাকে 13 বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। যদি আপনার বিমার পরিমাণ 2 লাখ টাকা হয়, তাহলে প্রতি 1000 টাকার জন্য 37.20 টাকা প্রিমিয়াম হিসেবে দিতে হবে। এই ক্ষেত্রে, আপনার বার্ষিক প্রিমিয়াম হবে 7,440 টাকা। এমন পরিস্থিতিতে আপনাকে একদিনে মাত্র 21 টাকা খরচ করতে হবে। আপনি 15 বছর পর মেয়াদপূর্তিতে 2 লক্ষ টাকা সম্পূর্ণ রিটার্ন পাবেন যা বিনিয়োগ করা পরিমাণের প্রায় 110% শতাংশ।


প্রিমিয়াম জমার পদ্ধতি


আপনি অনলাইনে LIC ভাগ্যলক্ষ্মী প্ল্যান কিনতে পারেন। এছাড়াও, আপনি আপনার বাড়ির কাছাকাছি যেকোনও এলআইসি শাখায় গিয়ে পলিসিটি কিনতে পারেন। আপনি যদি পলিসিটি কেনার পরে পছন্দ না করেন, তবে আপনি প্রিমিয়াম পরিশোধ করার পরে এটি সমর্পণ করতে পারেন। এর সঙ্গে আপনি এক মাস, তিন মাস, ৬ মাস বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা দিতে পারেন।


আরও পড়ুন : LIC Update: এলআইসি-র বন্ধ পলিসি শুরু করতে পারবেন, এই তারিখের মধ্যে করতে হবে আবেদন