Stock Market Next Week: বিপুল বকেয়া ফেরত পেল LIC। শুক্রবারই এসেছে এই খবর। সব মিলিয়ে ২৫ হাজার কোটি টাকা ইনকাম ট্যাক্স রিফান্ড (Income Tax) পেয়েছে কোম্পানি। দীর্ঘদিন ধরেই আয়কর বিভাগের কাছে ছিল এই টাকা(Money)।

  


কী সুখবর পেয়েছে কোম্পানি
আয়কর বিভাগ বছরের পর বছর ধরে অমীমাংসিত এলআইসির রিফান্ড দিয়ে দিয়েছে। এর ফলে এলআইসি মোট 25 হাজার কোটি টাকার বেশি সুবিধা পেতে চলেছে। CBDT অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস LIC-কে প্রায় 22 হাজার কোটি টাকার রিফান্ড অর্ডার জারি করেছে। তবে ফেরতের মোট পরিমাণ ২৫ হাজার কোটি টাকার বেশি।


বর্তমানে, আয়কর বিভাগ  2012-13, 2013-14, 2014-15, 2016-17, 2017-18, 2018-19 এবং 2019-20 মূল্যায়ন বছরের জন্য রিফান্ড অর্ডার প্রকাশ করেছে। এই অর্ডারগুলির মূল্য একত্রে 21,740.77 কোটি টাকা। ফেরতের মোট পরিমাণ হল 25,464.46 কোটি টাকা।


এলআইসির শেয়ার বেড়েছে
গত কয়েকদিনে শেয়ার বাজারে এলআইসিও অনেক লাভ করেছে। শুক্রবার অবশ্য LIC শেয়ার 1.53 শতাংশ কমে 1,039.90 টাকায় বন্ধ হয়েছে। গত পাঁচ দিনে সাড়ে সাত শতাংশের বেশি দর কারেক্ট হয়েছে। তবে গত এক মাসের হিসাব অনুযায়ী শেয়ারটি ১৭ শতাংশের বেশি লাভে এবং ৬ মাসে প্রায় ৬০ শতাংশ লাভ হচ্ছে। সম্প্রতি, এই স্টকটি  ক্রমাগত নতুন উচ্চতা তৈরি করেছে এবং 1,175 টাকা পর্যন্ত পৌঁছেছে।


কী ছিল স্টকের অবস্থা
এলআইসি-এর আইপিও 2022 সালের মে মাসে এসেছিল। আইপিও-এর প্রাইস ব্যান্ড ছিল 902 টাকা থেকে 949 টাকা। কোম্পানির আইপিও বিশেষ কিছু ছিল না এবং শেয়ারগুলি ডিসকাউন্টে তালিকাভুক্ত করা হয়েছিল। গত কয়েক মাসে অসাধারণ উত্থানের আগে এলআইসি আইপিওর বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে লোকসানে ছিলেন।


প্রত্যক্ষ কর আদায় অনেক বেড়েছে
আমরা যদি ট্যাক্স ফ্রন্টের দিকে তাকাই, সিবিডিটি ভাল খবর পেয়েছে। CBDT-এর তথ্য অনুসারে, চলতি আর্থিক বছরে প্রত্যক্ষ করের নিট সংগ্রহ এখন পর্যন্ত 15.60 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা এক বছর আগের একই সময়ের তুলনায় 20.25 শতাংশ বেশি। এখনও পর্যন্ত 2023-24 অর্থবছরের কর আদায়ের 80.23 শতাংশ সরকারি কোষাগারে পৌঁছেছে। এই পরিসংখ্যান 10 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে মোট প্রত্যক্ষ কর সংগ্রহ 17 শতাংশ বেড়ে 18.38 লক্ষ কোটি টাকা হয়েছে।


সোমবার বাড়তে পারে স্টক
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখন স্বল্পমেয়াদি সাপোর্টের কাছে রয়েছে LIC-র শেয়ার। সেই ক্ষেত্রে এই সুখবর স্টকে নতুন করে গতি আতে পারে। সোমবার ফের গতি ধরতে পারে স্টক। 


Best Stocks: সোমবার কোন স্টকগুলি দিতে পারে লাভ, জেনে নিন আজ