Investment Plan: বেসরকারি বিমা কোম্পানির ভিড়ে আজও দেশে বিনিয়োগের সেরা বিকল্প হতে পারে LIC। দেশে এখনও একটি বৃড় অংশ পোস্ট অফিস স্কিম, জীবন বিমা কর্পোরেশন ইত্যাদিতে বিনিয়োগ করতে পছন্দ করেন। এলআইসি হল দেশের বৃহত্তম ও প্রাচীনতম বিমা কোম্পানি, যার সারা দেশে কোটি কোটি পলিসি হোল্ডার রয়েছে। তাই এই কোম্পানির ওপর বিনিয়োগকারীদের আস্থাও বেশি।


LIC Policy: এলআইসি দেশের প্রতিটি শ্রেণির জন্য বিভিন্ন স্কিম নিয়ে আসে। বিশেষ করে শিশুদের জন্য কিছু স্কিম তৈরি করা হয়েছে। এরকমই একটি নীতি হল Jeevan Tarun Policy, যা কিনলে আপনার সন্তানদের লেখাপড়ার টেনশন শেষ হবে। জেনে নিন, এই স্কিমে বিনিয়োগ করে আপনি কত রিটার্ন পেতে পারেন।


Investment Plan: শিশুর বয়স কত হওয়া উচিত


LIC-এর জীবন তরুণ পলিসিতে বিনিয়োগ করতে সন্তানের সর্বনিম্ন বয়স 3 মাস এবং সর্বোচ্চ 12 বছর হতে হবে। এই প্রকল্পের অধীনে, শিশুর 20 বছর বয়স পর্যন্ত মোট বিনিয়োগ করা হয়। এরপর ৫ বছরের মধ্যে আর কোনও বিনিয়োগ করতে হবে না। শিশুর বয়স 25 বছর হওয়ার পরে, সে পুরো অর্থ দাবি করতে পারে। এতে সন্তানের লেখাপড়া ও বিয়ের খরচের সমস্যা শেষ হয়।


LIC Policy: আপনি ন্যূনতম নিশ্চিত পরিমাণ কত পাবেন


এই পলিসিতে বিনিয়োগ করে আপনি নিশ্চিতভাবে কমপক্ষে 75,000 টাকার বিমাকৃত অর্থের সুবিধা পাবেন৷ একই সময়ে সর্বাধিক পরিমাণের জন্য কোনও সীমা নির্ধারণ করেনি LIC। এই স্কিমের অধীনে, আপনি মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক ও বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা করতে পারেন। জীবন তরুণ নীতি হল সীমিত অর্থজমার স্কিম।


ম্যাচিউরিটি হলে কত টাকা পাওয়া যাবে


যদি কোনও ব্যক্তি 12 বছর বয়সে সন্তানের জন্য এই পলিসিটি কিনেন এবং প্রতিদিন 150 টাকা করে জমা করেন, তাহলে বার্ষিক প্রিমিয়াম প্রায় 54,000 টাকা হবে৷ এই ক্ষেত্রে, 8 বছরে মোট 4.32 লক্ষ টাকা জমা হবে। এর উপর 2.47 লক্ষ টাকা বোনাস দেওয়া হবে। এই অবস্থায় 25 বছর বয়সে প্রায় 7 লাখ টাকার মালিক হবে ওই শিশু। সম্প্রতি  আদানি নিয়ে হিন্ডেনবার্গের নেতিবাচক রিপোর্টের পরও ইতিবাচক ভূমিকা নিল LIC। জানুয়ারিতে আদানি গোষ্ঠীর চার স্টকে অংশীদারিত্ব বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি। যা দেখে হতবাক হয়েছে খোদ LIC-র পলিসি হোল্ডাররা।


আরও পড়ুন : Driving License: ঘরে বসে পেতে পারেন ড্রাইভিং লাইসেন্স, এই সহজ পদক্ষেপে হবে কাজ