RCB vs CSK, 1 Innings Highlights : কনওয়ে-দুবের ব্যাটিং তাণ্ডব, ২২৬ রানের বিশাল স্কোর সিএসকের

IPL 2023, RCB vs CSK : কনওয়ের রাহানের সঙ্গে ৭৪ রানের ও দুবের সঙ্গে ৮০ রানের পার্টনারশিপ সিএসকে-র বড় স্কোর খাড়া করার ভীত গড়ে দেয়।

Continues below advertisement

ব্যাঙ্গালোর : ডেভন কনওয়ে (Devon Conway) ও শিবম দুবের (Shibam Dubey) দুরন্ত অর্ধশতরান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২৬ রানের বিশাল স্কোর রান খাড়া করল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ৪৫ বলে ৬ টি চার ও ৬ টি ছক্কার সাহায্যে ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে। আর ২৭ বলে ২ টি বাউন্ডারি ও ৫ টি বিশাল ওভার বাউন্ডারির দৌলতে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন শিবম দুবে। 

Continues below advertisement

টসে জিতে সিএসকে (CSK) শিবিরকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়ক ফাফ ডু প্লেসি। রুতুরাজ গায়কোয়াড় (৩) ব্যর্থ হলেও চেন্নাই শিবিরকে দুরন্ত শুরু এনে দেন আজিঙ্কা রাহানে ও কনওয়ে। দ্বিতীয় উইকেটে ৭৪ রানের ঝকঝকে পার্টনারশিপ জোড়েন তাঁরা। ২০ বলে ৩ টি চার ও ২ টি ছক্কা হাঁকিয়ে ৩৭ রানের কার্যকরী ইনিংস খেলেন রাহানে। তিনি বড় রান না পেলেও তাঁর গড়ে দেওয়া ভীতে এসে ঝোড়ো ব্যাটিং শুরু করেন দুবে। হর্ষল প্যাটলের (১ /৩৬) স্লোয়ার বুঝতে না পেরে কনওয়ে বোল্ড হওয়ার আগে পর্যন্ত দুবের সঙ্গে ৮০ রানের পার্টনারশিপ জুড়ে ফেলেছিলেন। অল্প রানের ব্যবধানে প্রথমে কনওয়ে ও তারপর দুবে সাজঘরে ফিরে গেলেও রানের গতিরথ থামেনি সিএসকের।

বরং আম্বাতি রায়াডু (৬ বলে ১৪ রান), মঈন আলি (৯ বলে ১৯ রান), রবীন্দ্র জাদেজারা (৮ বলে ১০ রান) ঝোড়ো ব্যাটিং বজায় রেখে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২৬ রানের পাহাড়ে পৌঁছে দেন সিএসকে-কে। বেঙ্গালুরুর কোনও বোলারই রেয়াত পাননি শেষপর্বে। চেন্নাইয়ের ইনিংসের শেষ ওভারে কনওয়েকে ফেরানো হর্ষল পরপর তিনটি বল যথাক্রমে নো, হোয়াইড ও নো করায় শেষমেশ তাঁকে বোলিং থেকেই সরিয়ে নেয় বেঙ্গালুরু শিবির। শেষ চারটি বল বোলিং করেন গ্লেন ম্যাক্সওয়েল।

                                           

 

আরও পড়ুন- মাঠের বাইরেও দাদাগিরি, দরিদ্র ক্রিকেটারদের সাহায্যে হোস্টেল তৈরি করছেন রিঙ্কু সিংহ

Continues below advertisement
Sponsored Links by Taboola