LIC Policy: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) জীবন আজাদ (প্ল্যান নম্বর 868) পলিসি চালু করেছে৷ এটি একটি নতুন সঞ্চয় প্রকল্প। যেখানে  জীবন আজাদ পলিসির মাধ্যমে মানুষকে নিরাপত্তা ও সঞ্চয়ের সুবিধা দিচ্ছে কোম্পানি। এই স্কিমের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত বিমা কভার দেওয়া হয়। এর পাশাপাশি এলআইসি জীবন আজাদ পরিকল্পনার অধীনে আরও অনেক সুবিধা পাবেন পলিসি হোল্ডার।


LIC Jeevan Azad: কত বছরের পলিসি ?
এলআইসি জীবন আজাদ হল একটি সীমিত মেয়াদের এনডাউমেন্ট প্ল্যান,যা পলিসির মেয়াদের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবারকে আর্থিক সাহায্য় দিয়ে থাকে। এই  স্কিমে ঋণের সুবিধাও পাবেন পলিসি হোল্ডার। এই পলিসির মেয়াদ শেষের পরে ব্যক্তি জীবিত থাকলে নিশ্চিত বড় তহবিল দিয়ে থাকে।  এলআইসি জীবন আজাদ প্রকল্পে সর্বনিম্ন ২ লক্ষ টাকা ও সর্বোচ্চ ৫ লক্ষ টাকা দেওয়া হয়। এই নীতি ১৫ থেকে ২০ বছরের জন্য নেওয়া যেতে পারে।


LIC Policy: কত বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে ?
এই পলিসিতে প্রিমিয়াম পেমেন্টের মাধ্যমে পলিসির মেয়াদ মাইনাস ৮ বছর ধরা হয়। এর অর্থ , আপনি যদি এই এই পলিসি করার জন্য ২০ বছরের প্রিমিয়াম বেছে নেন, তাহলে আপনাকে (২০-৮) অর্থাৎ ১২ বছরের প্রিমিয়াম LIC জীবন আজাদের পলিসিতে দিতে হবে। এই পরিকল্পনায় আপনি বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে প্রিমিয়াম দিতে পারেন।


LIC Jeevan Azad: বিমা পলিসি নেওয়ার ক্ষেত্রে বয়স কী হওয়া উচিত ?
আপনি যদি LIC আজাদ প্ল্যানের সুবিধা পেতে চান, তাহলে আপনার বয়স ৯০দিন থেকে সর্বোচ্চ ৫০ বছর হওয়া উচিত। অর্থাৎ ৯০ দিনের শিশুর নামেও এই পলিসি নেওয়া যেতে পারে। এর সঙ্গে আপনার বয়স ৫০ বছর হলেও আপনি এই স্কিমের সুবিধা নিতে পারেন। সেই ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না আপনার।


LIC Policy: মৃত্যুকালীন সুবিধা বা জেথ বেনিফিট
যদি বিমা গ্রহণকারী ব্যক্তি মেয়াদপূর্তির আগে মারা যান, তবে এই প্রকল্পের অধীনে সুবিধা দেওয়া হবে। মৃত্যুকালীন সুবিধা বেসিক সাম অ্যাসিওরডের সমান বা বার্ষিক প্রিমিয়ামের সাতগুণ হবে৷ মৃত্যুকালীন সুবিধা প্রদত্ত মোট প্রিমিয়ামের ১০৫ শতাংশের কম হবে না।


Google Layoffs: আমেরিকায় গুগলের ছাঁটাই কর্মীরা পাবেন ৬০ দিনের বেতন, ভারতে কী হবে ?