Life Insurance Corporation Of India: পুরনো LIC পলিসি ফের চালু করার সুযোগ দিচ্ছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আপনারও যদি পুরনো এই ধরনের কোনও পলিসি থেকে থাকে, তাহলে সহজেই ফের চালু করতে পারবেন। জেনে নিন, কীভাবে আপডেট করবেন পুরনো বন্ধ পলিসি।


আপনি যদি আগে LIC-র বিমা পলিসি নিয়ে মেয়াদপূর্তির আগেই বন্ধ করে দিয়ে থাকেন, তাহলে আপনি এখন ফের তা শুরু করতে পারবেন। ১ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত চলবে LIC-র এই অভিযান।


LIC Policy: কী সুবিধা দিচ্ছে কোম্পানি ?
LIC-র নতুন প্রচার অভিযানের অধীনে আপনি আপনার LIC পলিসি ফের চালু করতে পারবেন। লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া টুইটে জানিয়েছে, ক্যাম্পেইন চলাকালীন প্রিমিয়ামের দেরির ফিতেও ছাড় দেওয়া হয়েছে। ১ লাখ টাকা পর্যন্ত দেরি বা লেট ফিতে ২৫ শতাংশ ও ৩ লাখ টাকা পর্যন্ত প্রিমিয়ামের ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। একই সময়ে ৩ লাখের বেশি প্রিমিয়ামের জন্য ৩০ শতাংশ ছাড় দেওয়া হবে।


Life Insurance Corporation Of India: ৫ বছরের পুরনো পলিসি ফের চালু করা যাবে
LIC পলিসি অনাদায়ী প্রিমিয়ামের ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত ছাড় দিচ্ছে।  আপনি অনলাইনে ও সরকারি বিমা কোম্পানির অফিসে গিয়ে বা এজেন্টের মাধ্যমে প্রিমিয়াম শোধ করতে পারবেন।


LIC Policy: কারা সুবিধা পাবেন  ?
সরকারি বিমা কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে,  উচ্চ ঝুঁকিপূর্ণ পরিকল্পনা যেমন মেয়াদি বিমা, স্বাস্থ্য বিমা, একাধিক ঝুঁকি সহ পলিসিগুলিতে এই সুবিধা পাওয়া যাবে না। ভারতীয় জীবন বিমা কর্পোরেশন প্রতিটি বিভাগের জন্য একটি পলিসি চালু করেছে। শিশু থেকে বয়স্কদের জন্য এলআইসির বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এই পলিসিগুলির মাধ্যমে বিমার পাশাপাশি আপনি সঞ্চয়ও করতে পারেন।


LIC Nominee: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)সারা দেশে কোটি কোটি পলিসি হোল্ডার রয়েছে। এই ক্ষেত্রে পলিসি ধারক মারা গেলে নমিনি বিমার 'ডেথ বেনিফিট' সুবিধা পান। যখনই একজন ব্যক্তি এলআইসি পলিসি কেনেন, তখন নমিনির নাম লিখতে হয়। যদিও নমিনির নাম রেজিস্ট্রেশনের পর অনেক সময় সেই মনোনীত ব্যক্তির নাম পরিবর্তন করতে হয়। 


সেই ক্ষেত্রে প্রশ্ন জাগে একবার নমিনির নাম পলিসিতে চলে গেলে কি পরিবর্তন করা যাবে? উত্তর হল হ্যাঁ, আপনি মনোনীত ব্যক্তির নাম দেওয়ার  পরে পরিবর্তন করতে পারেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটি যখন-তখন পরিবর্তন করতে পারেন। এর জন্য কোনও সীমা নির্ধারণ করা হয়নি।


LIC Policy: কেন নমিনি বদলাতে হবে ?
প্রায়শই পরিবারের সদস্যদের এলআইসি পলিসি মনোনীত করতে হয়। এই অবস্থায় অনেক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন তাদের মনোনয়ন বদল করতে হয়। অনেক সময় এমন হয় যে, পলিসি হোল্ডার যাকে নমিনি করেছেন তিনি মারা গেলেন, এমন পরিস্থিতিতে এলআইসি পলিসি ধারক নমিনিতে পরিবর্তন করতে পারেন। আপনি যদি আপনার পলিসি নমিনি পরিবর্তন করতে চান, তাহলে জেনে নিন পদ্ধতি।


Adani Transmission Q3 Result: বদলাবে ভাবমূর্তি ? আদানি ট্রান্সমিশনে ৪৭৮ কোটি টাকা লাভ, ৭৩ শতাংশ মুনাফা