Insurance Policy: জীবনবিমা সংক্রান্ত নিয়ম-কানুনে এবার বদল আনা হল। আজ ১ অক্টোবর থেকেই বদলে (Life Insurance Policy) যাবে এই নিয়ম। আগের থেকে এখন পলিসি সারেন্ডার করলে আপনি অনেক টাকা বেশি ফেরত পাবেন। ইনসিওরেন্স সেক্টর নিয়ন্ত্রক সংস্থা IRDAI এই নতুন নিয়ম কার্যকর করবে আজ থেকেই। এখন থেকে সমস্ত বিমা সংস্থাগুলিকে গ্রাহকদের স্পেশাল সারেন্ডার ভ্যালু (Life Insurance Surrender) হিসেবেই টাকা ফেরত দিতে হবে পলিসি সারেন্ডারের ক্ষেত্রে। এর মাধ্যমে আপনি সহজেই আপনার পলিসি সারেন্ডার  করতে পারবেন এবং আরও বেশি টাকা রিফান্ড পাবেন। এছাড়া আপনি এহন অনেক সহজেই আপনার পরিকল্পনা বদলে নিতে পারেন। কীভাবে এই বদল আপনার সুবিধে করে দেবে দেখে নেওয়া যাক।


প্রথম বছরেও পলিসি সারেন্ডার করলে মিলবে রিফান্ড


IRDAI-এর নতুন স্পেশাল সারেন্ডার ভ্যালু অনুসারে যদি প্রথম বছরেই আপনার পলিসি সারেন্ডার করা হয়, তাহলেও আপনি রিফান্ড পাবেন বিমা সংস্থার পক্ষ থেকে। IRDAI সমস্ত বিমা সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে সমস্ত এনডাওমেন্ট পলিসির ক্ষেত্রে যাতে গ্রাহকদের এই সুবিধে দেওয়া হয়। এলআইসি সহ বহু সংস্থা এই ধরনের নিয়ম বদলে অনুমোদন দিয়েছে। ১২ জুন জারি করা IRDAI-এর সার্কুলার অনুসারে সমস্ত বিমা সংস্থাকে তাদের স্পেশাল সারেন্ডার ভ্যালু বাড়াতে হবে। এর মধ্যে দেখা হবে আপনি কত টাকা প্রিমিয়াম জমা করেছেন এবং এর বিনিময়ে আপনি কী কী সুবিধে পেয়েছেন। প্রতি বছরই এই স্পেশাল সারেন্ডার ভ্যালু রিভিউ করা হবে।


স্পেশাল সারেন্ডার ভ্যালুর নিয়ম অনুসারে বেশি রিফান্ড পাবেন


সংবাদসূত্রে জানা গিয়েছে, আগে নিয়ম ছিল যে যদি আপনার পলিসি ৬-৭ বছরের মধ্যেই সারেন্ডার করা হয়, তাহলে জমা করা প্রিমিয়ামের ৫০ শতাংশ আপনি ফেরত পাবেন। বিশ্লেষণ করলে দেখা যাবে, ২ লক্ষ টাকার প্রিমিয়াম জমা করে থাকলে ৪ বছরের মাথায় এই পলিসি সারেন্ডার করতে চাইলে আপনি ফেরত পেতেন ১.২ লক্ষ টাকা। কিন্তু এখন স্পেশাল সারেন্ডার ভ্যালুর নিয়ম অনুসারে আপনি ১.৫৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন।


বিমা সংস্থাকে দিতে হবে তথ্য


এখনও পর্যন্ত আপনি যদি ১ বছরের মধ্যেই এই পলিসি সারেন্ডার করেন তাহলে আপনি কোনও টাকাই ফেরত পাবেন না। কিন্তু এই নতুন নিয়ম অনুসারে আপনি কিছু টাকা রিফান্ড পেতে পারেন। ১০ বছরের পলিসি বেছে নিয়ে থাকলে এবং তাতে ৫০ হাজার টাকার প্রিমিয়াম দিয়ে থাকলে প্রথম বছরের পরেই সেই পলিসি বন্ধ করতে চাইলে আপনার পুরো ৫০ হাজার টাকাই নষ্ট হত। কিন্তু ১ অক্টোবর থেকে চালু হওয়া নিয়মে IRDAI-এর স্পেশাল সারেন্ডার ভ্যালু অনুসারে আপনি সর্বোচ্চ ৩১২৯৫ টাকা ফেরত পেতে পারেন। তবে পলিসি দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহককে এই সারেন্ডার ভ্যালু সম্পর্কেও জানাতে হবে।


আরও পড়ুন: LPG Cylinder: পুজোর আগেই বড় ধাক্কা, ফের দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের