UIDAI Update: আধার কার্ড হারিয়ে ফেললে চিন্তার কিছু নেই। UIDAI-এর বিভিন্ন পরিষেবার মাধ্যমে তা ফিরে পেতে পারবেন আপনি। এমনকী আধার এনরোলমেন্ট আইডি (EID)না থাকলেও ভাবতে হবে না। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে UIDAI-কে বিশদে বিবরণ পাঠানোর অনুরোধ করলেই পাবেন হাতেনাতে ফল। চাইলে UIDAI পোর্টালের মাধ্যমেও আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন।
আধার কার্ড আপডেট বা ফের আবেদন করার সময় আপনাকে বেশকিছু নথি কাছে রাখতে হবে।
১ পরিচয় প্রমাণের জন্য- রেশন কার্ড/পাসপোর্ট/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স
২ ঠিকানার প্রমাণের জন্য- ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ/পাসবুক, বিদ্যুৎ বিল, জলের বিল, টেলিফোন বিল, সম্পত্তি করের রসিদ, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ইত্যাদি।
৩ জন্মতারিখের প্রমাণ (DOB)- জন্মের শংসাপত্র, যেকোনও সরকারি বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মার্কশিট, প্যান কার্ড।
অনলাইনে আধার কার্ড ফিরে পাবেন এই উপায়ে
1. UIDAI অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in-এ লগইন করুন।
2. ‘Retrieve Lost UID/EID’ বিকল্পে ক্লিক করুন। একটি নতুন পেজ খুলবে।
3. প্রয়োজনীয় বিবরণ লিখুন যেমন নাম, ইমেল ঠিকানা ও মোবাইল নম্বর।
4. আপনি যদি আপনার আধার নম্বর ফিরে পেতে চান, তাহলে ‘Retrieve Lost UID/EID’ নির্বাচন করুন অথবা আপনি যদি আপনার এনরোলমেন্ট নম্বর ফিরে পেতে চান, তাহলে ‘Retrieve Lost EID’ নির্বাচন করুন।
5. Send OTP-তে ক্লিক করুন। আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি পাবেন। নিরাপত্তা কোড সহ ওটিপি লিখুন ও সাবমিট ক্লিক করুন।
6. সেই ক্ষেত্রে যাচাইকরণের পরে, আপনি আপনার বেছে নেওয়া মাধ্যমের উপর নির্ভর করে ইমেলে বা রেজিস্টার্ড মোবাইল নম্বরে আধার নম্বর পেয়ে যাবেন।
অনলাইনে আধার কার্ড ডাউনলোড করুন:
আপনি যদি আপনার আধার কার্ড হারিয়ে ফেলে থাকেন ও আপনার আধার নম্বর জানা থাকে, তাহলে UIDAI ওয়েবসাইট থেকে আপনার ই-আধার বা আধার কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে পারেন।
1. UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in-এ যান ও 'আধার ডাউনলোড করুন'-এ ক্লিক করুন।
2. আধার নম্বর বা, এনরোলমেন্ট আইডি, বা ভার্চুয়াল আইডি লিখুন।
3. ক্যাপচা কোড লিখুন ও 'ওটিপি পাঠান' এ ক্লিক করুন। একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো হবে।
4. OTP লিখুন ও 'যাচাই করুন ও ডাউনলোড করুন'-এ ক্লিক করুন।
এছাড়াও আপনি আপনার মাস্কড আধার ডাউনলোড করতে পারেন। এটি এমন একটি বিকল্প যা ব্যবহারকারীদের আধার নম্বরটি মাস্ক করতে দেয়। যার ফলে আপনি আধার নম্বরের প্রথম আটটি সংখ্যাকে "xxxx-xxxx" এর মতো কিছু অক্ষর দিয়ে বদলে দেওয়া হয়। এখানে আধার নম্বরের শেষ চারটি সংখ্যা দেখা যায়৷
অফলাইনে আধার কার্ড ফিরে পান:
আপনার আধার কার্ড যদি মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করা থাকে তবে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন৷ এমনকী আপনি একটি টোল-ফ্রি নম্বরে কল করে আপনার আধার কার্ডের একটি ডুপ্লিকেট কপি পেতে পারেন।
1. UIDAI-এর টোল-ফ্রি নম্বর 1800-180-1947 বা 1947 ডায়াল করুন।
2. IVR অনুযায়ী বিকল্পগুলি অনুসরণ করুন ও একজন প্রতিনিধির সঙ্গে কথা বলার বিকল্পটি বেছে নিন।
3. আধার কার্ডের ডুপ্লিকেট কপির জন্য প্রতিনিধিকে অনুরোধ করুন। তিনি পরিচয় যাচাই করার জন্য কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। একবার যাচাই করা হলে প্রতিনিধি তার তরফ থেকে আধারের অনুরোধ পাঠাবেন।
4.পরে ডাকযোগে উল্লেখিত ঠিকানায় একটি ডুপ্লিকেট আধার কার্ড পাঠাবে UIDAI কর্তৃপক্ষ।
3. এক্সিকিউটিভ আপনার বায়োমেট্রিক্স যাচাই করবে ও একটি ডুপ্লিকেট আধারের জন্য অনুরোধ পাঠাবে৷
4. অনুরোধটি সফলভাবে প্রক্রিয়া করার পরে আধার আপনার রেজিস্টার্ড ডাক ঠিকানায় পাঠানো হবে।
এই আধার কার্ডের অনুরোধটি সম্পূর্ণ করতে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপনি UIDAI ওয়েবসাইটে URN এর মাধ্যমে আপনার আধার আপডেট অনুরোধের স্থিতি পরীক্ষা করতে পারেন।
SBI Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের নামে আসছে এই বার্তা, গুরুত্ব দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট