কলকাতা : গতকাল দেশের ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর আজ থেকেই এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে।  ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে।   প্রতি সিলিন্ডারে ২১ টাকা করে দাম বেড়েছে।


শুক্রবার , ১ ডিসেম্বর থেকে  রাজধানী দিল্লিতে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হতে চলেছে ১৭৯৬.৫০ টাকা।  গত মাসে ওই এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি  ১৭৭৫.৫০ টাকা ছিল । 


১৪.২ কেজি ভর্তুকিযুক্ত গার্হস্থ্য এলপিজির দামে কোনও বৃদ্ধি হয়নি। সাধারণ এলপিজি সিলিন্ডারের গ্রাহকদের জন্য কোনও স্বস্তির খবরও নেই। আবার গ্যাস সিলিন্ডারের দামেও কোনও বৃদ্ধিও করা হয়নি।


তাহলে জেনে নিন তেল বিপণন সংস্থাগুলি আজ থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কতটা বাড়িয়েছে।



  • দিল্লি ১৭৯৬.৫০ টাকা

  • কলকাতা ১৯০৮.০০ টাকা

  • মুম্বই ১৭৪৯.০০ টাকা

  • চেন্নাই ১৯৬৮.৫০ টাকা 

    উৎসবের মরসুম শেষ হতেই LPG র দামে বড় পরিবর্তন আসে। তখন রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় কমানো হয় ৫৭ টাকা ৫০ পয়সা। তবে শুধুমাত্র বাণিজ্যিক রান্নার গ্যাসের ক্ষেত্রেই এই দাম কমে। চারটি মেট্রো শহরে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের (commercial lpg cylinder) দাম কমানো হয়। ১৬ নভেম্বর থেকে নতুন দাম লাগু হয়। দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাইয়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর হয় সেদিন থেকে। দীপাবলির আগেই ১০০ টাকা মতো বেড়েছিল বাণিজ্যিক এলপিজির দাম। পুজোর পরে ফের দাম কমায় কিছুটা স্বস্তি হয় গ্রাহকদের। কিন্তু আবার বাড়ল  ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। 

    LPG-তে বায়োমেট্রিক:
    সব গ্রাহকের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশনের (Biometric Identification) সিদ্ধান্ত নিয়েছে ইন্ডেন। সংস্থা সূত্রে খবর, ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে এলপিজি গ্রাহকদের (LPG Gas) এই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন হবে। বাড়িতে রান্নার গ্যাস দিতে গিয়ে ডেলিভারিবয় বা ডেলিভারিম্যানরা তাঁদের মোবাইল ফোনে থাকা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এলপিজি গ্রাহকের আঙুলের ছাপ অথবা ফেস স্ক্যান (Face Scan) করবেন। তারপর সেই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করবেন তাঁরা। ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইন্ডেন এলপিজি সূত্রে খবর, প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতাভুক্ত গ্রাহকদের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন হবে। তারপর ধাপে ধাপে সব গ্রাহকেরই বায়োমেট্রিক নেবে ইন্ডেন। সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই সব ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এই সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।




আরও পড়ুন:


ম্যাল, টয় ট্রেন, চায়ের নস্টালজিয়া, কাঞ্চনজঙ্ঘার হাতছানি, আর কী দেখবেন দার্জিলিংয়ে ?  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।