LPG Price: নভেম্বর শেষ হয়ে ডিসেম্বরের শুরু আর সেই শুরুর দিনেই পকেটে টান পড়বে গ্রাহকদের। আবার দাম বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের (LPG Price Hike)। তবে গৃহস্থদের জন্য এই দাম বাড়েনি, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ডিসেম্বরের শুরু থেকেই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন মাসের শুরুতেই ১৯ কেজির এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Commercial Cylinder) দাম বাড়িয়েছে। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো বদল ঘটেনি। কোথায় কত দাম বাড়ল ? কলকাতায় এবার থেকে কী দামে পাবেন দেখে নিন বিস্তারিত।


১ ডিসেম্বর থেকে কোন শহরে কত হল দাম


আজ ১ ডিসেম্বর থেকে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৬.৫০ টাকা বেড়ে হল প্রতি সিলিন্ডারে ১৮১৮.৫০ টাকা।


কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৫.৫০ টাকা বেড়ে হল ১৯২৭ টাকা প্রতি সিলিন্ডারে।


মুম্বইতে এলপিজি সিলিন্ডারের দাম ১৬.৫০ টাকা বেড়ে হল ১৭৭১ টাকা প্রতি সিলিন্ডারে। এখানেও ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনো বদল নেই।


চেন্নাইতে আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬ টাকা বেড়ে হয়েছে ১৯৮০.৫০ টাকা।


এই চার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সবথেকে বেশি রয়েছে কলকাতায়।


পরপর পাঁচ মাসে বেড়েই চলেছে গ্যাসের দাম


বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বিগত অগাস্ট মাস থেকে বেড়েই চলেছে। এই ডিসেম্বর মাসের শুরুতেও আরও একবার দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের। এই নিয়ে পরপর ৫ মাস দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। তবে গৃহস্থের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো বদল নেই। আর পেট্রোল ডিজেলের দামেও কোনো বদল নেই এই চার মহানগরে। বিগত ২০২২ সালের মার্চ মাস থেকে একই রয়েছে দাম, তবে মাঝে খানিক দাম কমিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু তাতে বড় কোনো বদল আসেনি।


অক্টোবর এবং নভেম্বরে কত বেড়েছে দাম ?


এর আগের মাসে ১ নভেম্বর বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ৬২ টাকা হারে। নভেম্বরে দিল্লিতে দাম বেড়ে হয়েছিল ১৮০২ টাকা। এর আগে অক্টোবর মাসেও ৪৮.৫০ টাকা প্রতি সিলিন্ডারে দাম বেড়ে গিয়েছিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন; Gautam Adani: 'প্রতিটা আঘাত আমাদের আরও শক্তিশালী করে', ঘুষকাণ্ডের অভিযোগে পাল্টা জবাব আদানির