Cooking Gas Price:  প্রথম দিনেই সুখবর। দাম কমল রান্নার গ্যাসের (LPG Cylinder Price)। জেনে নিন, দেশের বিভিন্ন শহরে কত হল বাণিজ্যিক সিলিন্ডারের দাম (Commercial Gas Cylinder) ।


Gas Cylinder Price: কত টাকা কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম ?
 তেল বিপণন সংস্থাগুলি ১ অগাস্ট সকালে বাণিজ্যিক সিলিন্ডারের (এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম) ১০০ টাকা কমিয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য এখন ১৬৮০ টাকা দিতে হবে। আগে একই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য ১৭৮০ টাকা দিতে হত। তবে গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।


Price Hike: ১ অগাস্ট থেকে নতুন হার কার্যকর হয়েছে
১ আগস্ট থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দর কার্যকর হয়েছে। তবে আম আদমির হেঁসেলে কোনও সুরাহা হয়নি। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এর জন্য রাজধানী দিল্লিতে আগের মতোই ঘরোয়া রান্নার গ্যাসের দাম ১১০৩ টাকা দিতে হবে।


দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৮০ টাকা থেকে ১৬৮০ টাকায় নেমে এসেছে। কলকাতায়, আগে ১৮৯৫ টাকার পরিবর্তে এখন ১৮০২.৫০ টাকা দিতে হবে। একইভাবে মুম্বাইতে আগে এটি ১৭৩৩.৫০ টাকায় পাওয়া যেত, যা এখন ১৬৪০.৫০ টাকায় পাওয়া যাবে। চেন্নাইতে দাম ১৯৪৫.০০ টাকা থেকে ১৮৫২.৫০ টাকায় নেমে এসেছে৷


LPG Price: গৃহস্থের রান্নার গ্যাসের দাম কোথায় কত ?
গত মার্চ থেকে গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। মার্চ মাসে ১৪.২ কেজি ঘরোয়া এলপিজির দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। দেশের রাজধানীতে গৃহস্থের গ্যাসের দাম প্রতি সিলিন্ডার ১১০৩ টাকা রয়েছে। পাশাপাশি মুম্বাইতে রান্নার গ্যাসের দাম ১১০২.৫০ টাকা, কলকাতায় ১১২৯ টাকা ও চেন্নাইতে প্রতি সিলিন্ডার ১১১৮.৫০ টাকায় বিক্রি হচ্ছে।


সিএনজি ও পিএনজির দামও অপরিবর্তিত রয়েছে
শুধু গৃহস্থের গ্যাসের দামই নয়, কয়েক মাস ধরে সিএনজি ও পিএনজির দামেও কোনও পরিবর্তন হয়নি। তা ছাড়া পেট্রোল-ডিজেলের দামও অনেক দিন বদল হয়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্থিতিশীল রয়েছে পেট্রোল-ডিজেলের দাম।


Gas Cylinder Price: কীভাবে এলপিজির দাম দেখবেন ?
আপনি যদি LPG দামের আপডেট করা তালিকা দেখতে চান, তাহলে iocl.com/prices-of-petroleum-products  লিঙ্কে যেতে পারেন। এখানে আপনি এলপিজির দামের পাশাপাশি জেট ফুয়েল, অটো গ্যাস ও কেরোসিনের আপডেটেড রেট দেখতে পাবেন।


আরও পড়ুন : ITR Filing Last Date: কর ফাঁকিতে যেতে হতে পারে জেলেও,আজ ITR ফাইলের শেষ দিন